Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Nusrat Jahan

৯ বছর আগে

গান-৫

ব্যাস্ত শহরের পীচঢালা পথ ধরে
চলো আজ হারিয়ে যাই ;
হুড খোলা তিন চাকা টুং টাং বেজে চলা -
সেই সুরে নিজেকে মাতাই।

রকমারি খাবারে মৌ মৌ গন্ধে
উৎসব মাতানো অপরুপ সন্ধ্যে ;
ঢাক আর ঢোলকের সুনিপূন বাজনা
বর্নিল আলোকের রংছড়া জ্যোতস্না ,
সেই তালে নিজেকে মাতাই ।

নদী আর পাহাড়ের সবুজ ঘেরা
দুটি মন মিশে যাক তন্দ্রাহারা ;
নতুন জীবনের অবিরাম হাতছানি
চুপি চুপি ইশারায় ডাকছে জানি ,
সেই ডাকে নিজেকে হারাই ।

 পসরা সাজিয়ে আছে সারিবাঁধা বিপনন
 দুই হাতে তুলে নাও মনের মোতন ;
 শাড়ি-চুড়ি নূপুরের রিনিঝিনি তালেতে
বধূয়া রাঙ্গাবে ঘর বর্নিল শোভাতে
সেই রঙ্গে এসোনা রাংগাই ।
১ Likes ৮ Comments ০ Share ৫৪৮ Views