Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ফাতিন আরফি

৯ বছর আগে

গান বাংলা মিউজিক চ্যানেলের ডিরেক্টর কৌশিক হোসাইনের সেহেরী পার্টি!

প্রত্যেকটি মানুষের ব্যক্তিগত জীবন আছে যা নিয়ে সামষ্টিক আমাদের কিছু যায় আসে না। ধর্ম একটি স্বতন্ত্র এবং স্থায়ী আচার অনুষ্ঠানের বিষয় যা সামষ্টিক স্বার্থের সাথে জড়িত। বিশেষত ইসলাম ধর্মে সুনির্দিষ্ট বিধি-বিধান ও নীতিমালা রয়েছে যা এর অনুসারীদের পালন করতে হয়। আপনি কতটুকু পালন করছেন বা করবেন না সেটা আপনার বিষয় হতে পারে, কিন্তু আপনি ধর্মের নাম ব্যবহার করে ধর্ম বিরোধী কিংবা ব্যক্তি স্বার্থে ধর্মের বিধানের পরিবর্তন আনতে পারেন না। এটা সামাজিক অসঙ্গতি এবং ধর্মীয় অনুভূতির সুস্পষ্ট আঘাত! ইফতার পার্টির মত আপনি সেহেরি পার্টি করবেন বেশ ভালো- কিন্তু রোযার তাৎপর্য আপনি নষ্ট করতে পারেন না। রোযা মানেই তো বিরত থাকা, যে কাজ আল্লাহ্‌ পছন্দ করেন না সেগুলো থেকে। সেহেরি পার্টিতে কি আপনি ওয়াজ-নসীহতের আয়োজন করেছেন? ইসলামী সঙ্গীত, হামদ-নাত এসবের আয়োজন করেছেন? না, আপনি আধুনিক রোমান্টিক গানের ব্যবস্থা করেছেন। এখানে সবাই কতটুকু ইসলামী পোশাক পড়ে এসেছে? কতটুকু শালীনতা বজায় রেখেছে? অন্য ধর্মের লোকেরা কি রোযা রাখবে? তাদেরকে কেন দাওয়াত দিয়েছেন? তারা কিভাবে সেহেরী পার্টির আমন্ত্রিত অতিথি হয়?

না...
আসলে আপনি লেইট নাইট পার্টির আয়োজন করেছেন, আর রমজান মাসের তাৎপর্যকে ভূলুণ্ঠিত করে নাম দিয়েছেন "সেহেরী পার্টি"। পার্টি করুন, সেটা ব্যক্তিগত বিষয়, সেখানে ধর্মকে টেনে বেদায়াত কেনো? আপনারা আসলে ধর্মব্যবসায়ী! ধর্মকে ব্যবহার করে নিজেদের ফায়দা হাসিল করাই আপনাদের লক্ষ্য। নতুন একটা আইটেম "সেহেরী পার্টি"! বেশ তো- ধর্মীয় আচার মেনেই করুন না। তা নিশ্চয় করবেন না, তাতে তো আবার ব্যবসা ভালো জমবে না...

বিঃ দ্রঃ এইসব ধর্মব্যবসায়ীদের দিকে সজাগ দৃষ্টি রাখুন! নিজে সচেতন থাকুন!

আল্লাহ্‌ এদেরকে হেদায়াত দিক!

কৌশিক হোসাইনের ফেইসবুক টাইমলাইন লিঙ্ক (সেহেরী পার্টির ছবি)-https://www.facebook.com/taposh.kaushikhossain/media_set?set=a.783131091708955.1073741852.100000362149291&type=1

০ Likes ২ Comments ০ Share ৫৩০ Views

Comments (2)

  • - সকাল রয়

    পড়িলেম। ভালো লাগিল তবে আরো ভালো হতে পারতো

    • - Azimul Haque

      আপনার মত বড় গল্পকারের কাছে গল্পটা পরিপূর্ন পরিতৃপ্তির হয়নি, হওয়া সম্ভবও নয়। আমি অতি নতুন এ-সারিতে। 

      অবুও আপনার ভাল লেগেছে এবং মন্তব্য করেছেন বলে ধন্যবাদ।