Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

একজন আনমনা

১০ বছর আগে

"গল্পটার ও গল্প আছে"

 

ফড়িং আর মশালের গল্প লিখছি, শুনবি?

না, থাক- তোর ভালো লাগবেনা।

 

তোর হাতে কি দেখি তো?

ওমা! কৃষ্ণচূড়া?

বছর খানেক আগে পেলে ঠিক খোপায় গুঁজে নিতাম,

নিয়মিত বলতাম- ‘তোমায় আমি ভালোবাসি’-

এক রত্তি মিথ্যে নেই, আমি ঠিক ঠিক ডুব দিতাম।  

তুই কেন এই ভুল সময়ে শুদ্ধ হয়েছিস?- ক্ষমা করিস।

 

জানিস, গল্পের ওই ফড়িং টা শেষে মরে যাবে,  

ভালোবেসে মশালটাকে যেই না জড়িয়ে ধরবে ওমনি-ই-

বোকা ফড়িং টা বুঝতেই চাইলো না;   

মশাল আর ফড়িং এর কি প্রেম হয় বল?  

 

এই শোন-

আমার ভালোবাসা তোর গায়ে সইবেনা,

আর; তোর ঘৃণায় যে আমি জায়গা চাইনা।  

 

৩ Likes ১৩ Comments ০ Share ৫৪৬ Views

Comments (13)

  • - নীল সাধু

    ব্লগরত্ন মাঈনুদ্দিন ভাই!

    সালাম জানবেন। পোষ্ট নিয়ে মন্তব্য করছি তার আগে ভালুবাসা জানাইয়া দিলাম।

    আপনার পোষ্টগুলো মনে চিন্তার খোরাক এনে দেয়।

    পোষ্টে থাকে পর্যাপ্ত পজেটিভ তথ্য। মানুষের সাদা দিকের কথা সচেতনভাবেই পোষ্টে নিয়ে আসতে পারেন আপনি। এই পোষ্টেও এমন বৈশিষ্ট্য রয়েছে। কোট করতে চাইলে পুরো পোষ্ট কোট করা যায়। আমি মনে করি এই বক্তব্য অনুধাবন করে আমরা যদি ব্লগিং করে যেতে পারি সেটা হবে যথার্থ।

     

    আবার আসছি পোষ্টে! 
    স্টার রেটেড পোষ্ট

    • - মাঈনউদ্দিন মইনুল

      বহুদিন পর নীলসাধু ভাইয়ের দরাজ দিলের একটি মন্তব্য পেলাম।

      শুরুতে পেতাম... মনে পড়ে গেলো।

      অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা, কবি :)

    • Load more relies...
    - ফেরদৌসা রুহি

    বন্ধুর পোস্টে হাজিরা দিয়ে গেলাম এবং এটাই নক্ষত্র ব্লগে আমার ১ম হাজিরা

    • - মাঈনউদ্দিন মইনুল

      বান্ধবীর প্রথম হাজিরা আমার পোস্টে! এ তো বিশাল উপহার :)

      ধন্যবাদ জানবেন, িপ্রিয় ফেরদৌসা আপা... :)

    - কামরুন নাহার ইসলাম

    "ভাষাগত দক্ষতা নিয়ে অনেকে চিন্তিত হন, অথচ বড় চ্যালেন্জ হলো লেখার সারবস্তু। সৃজনশীল চিন্তা আর ভালো আইডিয়া যদি থাকে, তবে ভাষাগত দক্ষতা অর্জন করতে আর কী সমস্যা। সৃজনশীলতার চাপেই বাকি সব পাওয়া যায়।"---

    মনে রাখার মত বিষয় এটি। অনেক কিছু শেখার আছে আপনার লেখায়।

    গুরুত্বপূর্ণ এই বিষয়ে লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ মইনুল ভাই। 

    • - মাঈনউদ্দিন মইনুল

      প্রিয় কামরুন নাহার ‘ইসলাম’ আপা!

      আপনাকে পেয়ে অনেক খুশি হলাম। দয়ালু মন্তব্যের জন্য অশেষ কৃতজ্ঞতা :)

    • Load more relies...
    Load more comments...