Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

গর্বের ভাষা (পর্ব-২, ক্যাটাগরি-১)

বাংলা আমার মুখের ভাষা

বাংলায় বাঁধা প্রাণ,

বাংলা নিয়েই বুনছি আশা

বাংলায় বাঁধি গান !

বাংলা আমার বীর শহীদের

রক্তের প্রতিদান,

বাংলা মানেই সাহসী বুকে

বিজয়ের আহবান !

 

বাহান্ন’র সেই একুশ তারিখ

ফাল্গুনের দুপুরে,

ভাষার জন্য ভাঙ্গলো ধারা

মৃত্যু বাঁধা ফুঁড়ে !

এক চুয়াল্লিশ ভেঙ্গেই চাই

ভাষার স্বাধীনতা,

প্রতিবাদী হলো ছাত্র সমাজ

বাংলায়-ই হবে কথা !

 

গুলি বর্ষণে রাজপথ হলো

রক্তের স্রোতধারা,

রফিক-জব্বার-সালাম-বরকত

প্রাণের বাঁধনহারা !

অবশেষে হলো বাংলা ভাষাই

প্রাণের মাতৃভাষা !

প্রাণ বিলিয়েই মিটলো যেন

প্রাণেরই পিপাসা !

 

বিশ্বে কোথাও হয়নি এমন

ভাষার আন্দোলন,

মধুর ভাষা বাংলা যে তাই

বিশ্বেই উদাহরণ !

এই ভাষাতেই ‘মা’ যে ডাকি

ভাব করি প্রকাশ !

বাংলাতেই যে গর্ব আমার

মুক্ত মন-আকাশ !

৩ Likes ৬ Comments ০ Share ২৯৩ Views

Comments (6)

  • - কাল বৈশাখী ঝড়

    খুব খুব ভাললাগা জানালাম...

    - প্রলয় সাহা

    কবি ভালো লেগেছে। শ্রদ্ধা গ্রহন করবেন