Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

সমুদ্র মিত্র

৯ বছর আগে

খুব আঁকাশ দেখতে ইচ্ছে করে.........

খুব আঁকাশ দেখতে ইচ্ছে করে.........

খোলা আঁকাশ,দুটা চড়ুঁই ফিক করে ওড়ে গেল কি গেল না মনটা হয়ে গেল ভীষণ খারাপ ।

একটা প্রজাপতি এদিক-ওদিক ঘুরে ঘুরে কিছুতেই পেরে ওঠছে না রং ধনুর সাথে।

ঐদিকে কে বা কারা দূরন্ত মেঘের পিছনে ছুটছে তো ছুটছে ।

মেঘও থেমে নেই,
বর্ষা এলেম বর্ষা এলেম করে সে ছুটে চলেছে ভাদ্রের পিছু পিছু ।

কখনো মেঘফুল দেখেছো,
আমার দেখা হয়নি তবে শুনেছি এমন হয় ।

একটু সাদা রং তাতে খুব গাঢ় করে চোখের কাজল মিশিয়ে দিয়েছিলাম ।
আর হলো না,তার আগেই ঝড়ে পরেলো বৃষ্টি হয়ে ।

প্রতিদিন কত কি শুনি, তালের পিঠা,আরও কত শত
খেজুর গাছটা কেমন খুড়ো হয়ে যাচ্ছে,
দিন দিন দাঁত পাকছে আর বুড়ো হয়ে যাচ্ছে ।

মাছগুলোরও বয়স হয়েছে পঞ্চান্ন ছাপান্ন,
আর নদীটার বয়স একশ তিন !.........

০ Likes ০ Comments ০ Share ৭৫৮ Views

Comments (0)

  • - বিষ পিঁপড়ে / <u>তাইবুল ইসলাম</u>

    খুব ভাল লাগল কবিতাটি

    emoticons

    • - মো: মালেক জোমাদ্দার

      ধন্যবাদ  তাইবুল ইসলাম ভাই।

    - তাহমিদুর রহমান

    আমারো ভাল লেগেছে