Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

খসে পড়া তারা

খসে পড়া তারা

 

মেয়ে- দেখো দেখো, আকাশ থেকে তারাটা খসে পড়লো!

ছেলে- তুমি কী কিছু চাইলে?

 

মেয়ে- খসে পড়া তারার কাছে চাইলে কি কিছু পাওয়া যায়?

ছেলে- তা জানিনা! তবে লোকে বলে ইচ্ছে নাকি পূরণ হয়।

 

মেয়ে- তুমি কী কিছু চাইলে?

ছেলে- নাহ্। চাইবার সময় পেলাম কই?

 

মেয়ে- কেন? কিছু চাইলেই পারতে!

ছেলে- তুমি আমার পাশে থাকলে আমি অন্যকিছু চাইনা!

 

মেয়ে- বাব্বা! তাই বুঝি! আমি কিন্তু চেয়েছি।

ছেলে- চাইতেই পারো। কারণ তুমি আমাতে মগ্ন নও।

 

মেয়ে- তুমি এতো কিছু বুঝো!

ছেলে- না বুঝে উপায় কী! তোমাকে কিছুটা হলেও চিনি।

 

মেয়ে- সত্যিই কী তুমি আমাকে চেনো? কোন ছেলে কী কোন মেয়েকে চিনতে পারে?

ছেলে- পারে হয়তো। আমি অন্তত পারি। তোমাকে চিনতে ভুল হবার কথা নয়।

 

মেয়ে- ভুল ধারণা। এটা তোমার এক ধরণের আত্মতৃপ্তি। নাহ্, অহংকার বলছিনা।

ছেলে- কেন! হঠাৎ একথা বলছো কেন? আমি কী তোমাকে চিনতে ভুল করেছি?

 

মেয়ে- চিনতে ভুল করেছো কিনা জানিনা, তবে আমার মনের সব কথা তুমি জানোনা।

ছেলে- আচ্ছা, তুমি কী আমাকে বিশ্বাস করো?

 

মেয়ে- করি। একটা পর্যায় পর্যন্ত তোমাকে বিশ্বাস করি। করতেই হয়।

ছেলে- ঠিক বুঝলাম না। বিশ্বাসের আবার পর্যায় আছে নাকি?

 

মেয়ে- কেন থাকবেনা? আজ তোমার আমার সম্পর্ক শুধুই প্রেমের। সেখানে ভালবাসা কতটুকু আছে কে জানে?

ছেলে- কেন? তুমি কি মনে করো আমি তোমাকে ভালবাসি না।

 

মেয়ে- ঠিক তা না। তবে ভালবাসার চাইতে ভাললাগাটাই প্রবল।

ছেলে- ভাললাগা থেকেইতো ভালবাসার জন্ম।

 

মেয়ে- সেটা জানি। আর সেখানেইতো ভয়!

ছেলে- মানে!

 

মেয়ে- মানে হলো, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ভাললাগা, এর থেকেই ভালবাসা। আজ আমরা প্রেমে অন্ধ। তোমার কাছে এখন আমার সবই ভাল। আর এই ভাললাগার আড়ালে খারাপ কিছু দেখছো না।

ছেলে- খারাপ কিছু আছে নাকি?

 

মেয়ে- থাকবেনা কেন? ভাল মন্দ মিশিয়েইতো মানুষ। তুমি প্রেমে অন্ধ না হলে আমার অনেক কিছুই খারাপ দেখতে পেতে।

ছেলে- যেমন!

 

মেয়ে- যেমন- আমি শ্যামলা, কালোই বলতে পারো। বাবা বড়লোক নয়। ছাত্রী হিসেবে মোটামুটি। ভবিষ্যতে চাকরী জুটবে কিনা জানিনা। সংসারেও তেমন কিছু শিখিনি।

ছেলে- তুমি অতো ভাবো কেন বলতো!

 

মেয়ে- আমি যে মেয়ে, আমাকে ভাবতেই হয়। একদিন এই ছোট ছোট ভাললাগাগুলো হারিয়ে গেলে আমি নিঃস্ব হয়ে যাবো।

ছেলে- কেন হারাবে? হারাতে দিলেতো!

 

মেয়ে- হারাতেই পারে। মানুষের মন সময়ে বদলে যায়। ধরো বিয়ে হলো- বিয়ের পর তুমি বলবে আমার রান্না ভালোনা, আমি অগোছালো, তোমার সেবা করতে পারিনা। তোমার বাবা-মা’র প্রতি তেমন খেয়াল করিনা। আরো কত কী!

ছেলে- বিয়ের আগে এসব ভেবে লাভ কি? ধুর! মুডটাই খারাপ হয়ে গেল।

 

মেয়ে- বুঝতে পারছি। আর সেজন্যেই খসে পড়া তারার কাছে কিছু চাইলাম।

ছেলে- কি চাইলে?

 

মেয়ে- চাইলাম, অকারণে তুমি যেন আমাকে ভুল না বুঝো। আমি যেন তোমার যোগ্য হতে পারি।

ছেলে- তবেতো আমারো কিছু চাওয়া দরকার ছিল।

 

মেয়ে- কি চাইতে?

ছেলে- চাইতাম- ঈশ্বর, তুমি আমাকে মেয়েদের মন বুঝার ক্ষমতা দাও। 

 

১ Likes ১১ Comments ০ Share ৬৭৭ Views

Comments (11)

  • - নীল সাধু

    শুভেচ্ছা আমিনুল।

    অল্প পরিসরে দারুন জমিয়ে গল্প বলা  হল।

    আমিতো এক নিশ্বাসে পড়ে ফেললাম - নাইস

    - রুদ্র আমিন

    জেনে ভাল লাগল ভাই।

    - সনাতন পাঠক

    ভয়ের গল্প। আমি পড়ে ভয় পেয়েছি আমিনুল ভাইয়া।

    • - রুদ্র আমিন

      তাই নাকি ? আপনার কথা শুনে তো আমারও ভয় ভয় মনে হইতাছে। প্রকাশ করার আগে পড়িনি...সেই কবে পড়েছিলাম। আজ সবার সাথে শেয়ার করছি কপি পেস্ট করে। যাক পানি পান করুন তাহলে।

    Load more comments...