Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

খনার বচন

 

আমাদের পরিচিতো অনেক খনার বচন আছে, সেখান থেকে ফসল আর চাষ নিয়ে কিছু....

আষাঢ়ে পনের শ্রাবণে পুরো
ধান লাগাও যত পারো।

ব্যাখ্যাঃ আষাঢ় মাসের ১৫তারিখ থেকে শ্রাবণ মাসের শেষ দিন পর্যন্ত ধান লাগানোর উপযুক্ত সময়।

 

পটল বুনলে ফাগুনে
ফলন বাড়ে দ্বিগুণে।

ব্যাখ্যাঃ ফালগুন মাসে পটল চাড়া বুনলে ভাল ফলন পাওয়া যায়।

 

শোনরে বাপু চাষার পো
সুপারী বাগে মান্দার রো।
মান্দার পাতা পচলে গোড়ায়
ফড়ফড়াইয়া ফল বাড়ায়।

ব্যাখ্যাঃ মান্দর গাছে প্রচুর পাতা হয় এবং একটা নিদৃষ্ট সময় পর সেই পাতা ঝরে পরে। সুপারী বাগানে মান্দর গাছ লাগালে তার পাতা পচে ভালো জৈবসার হয়, এর ফলে সুপারি ফলন ভালো হয়।

 

গাছ-গাছালি ঘন রোবে না
গাছ হবে তাতে ফল হবে না।

ব্যাখ্যাঃ ঘন করে গাছ লাগালে সেখান থেকে আশানুরুপ ফলন হয় না। তাই একটু ফাঁকা ফাঁকা করে গাছ লাগাতে হয়।

 

সুপারীতে গোবর, বাশে মাটি
অফলা নারিকেল শিকর কাটি।

ব্যাখ্যাঃ সুপারী গাছের গোড়ায় গোবর (জৈব সার) আর বাশের গোড়ায় মাটি বেশী থাকলে তা ফলনের জন্য ভালো। আর ডাব বা নারকেল গাছে ডাব না হলে সেই গাছ কেটে ফেলাই ভালো।

 

 

বিপদে পড় নহে ভয়
অভিজ্ঞতায় হবে জয়

বিপদে পড়েই অভিজ্ঞতা অর্জন করতে হয়, আর অভিজ্ঞতার বলেই বিপদকে জয় করা যায়। তাই বিপদে ভয় পেতে নেই।

কপালে নাই ঘি,
ঠকঠকালে হবে কি!

নিঃষ্ঠুর নিয়তি। ভাগ্যে না থাকলে কিছুই পায়া যায় না। (যদি আপনি ভাগ্যে বিশ্বস করেন।)

 

খনা বলে শুনে যাও
নারিকেল মুলে চিটা দাও
গাছ হয় তাজা মোটা
তাড়াতাড়ি ধরে গোটা।

অনেক আগে, সেই  ছোট বেলায় দেখেছি- ধান মাড়ানোর পরে যে চিটা ধান (যে ধানের ভিতরে চাল হয় না) পাওয়া যেত, সেগুলি ছোট নারকেল চারার গোঢ়ায় দিয়ে দিতো। এখানে হয়তো এটার কথাই বলা হয়েছে।

বেঙ ডাকে ঘন ঘন
শীঘ্র হবে বৃষ্টি জান।

বৃষ্টি হবার আগে আগে ব্যাঙগুলি অবিরাম ডাকতে থাকে।

 

শুনরে বাপু চাষার বেটা
মাটির মধ্যে বেলে যেটা
তাতে যদি বুনিস পটল
তাতে তোর আশার সফল।

বেলে মাটিতে পটলের ফলন সবচেয়ে ভালো হয়।

০ Likes ২২ Comments ০ Share ৫৩৯ Views

Comments (22)

  • - ঘাস ফুল

    বিরহের কষ্ট নিয়ে বেঁচে থাকা আসলেই বেশ কষ্টের। তবু মানুষ বেঁচে থাকে। জীবনের নিয়মে জীবন চলে যায়। কিন্তু চলার পথে রেখে যায় কষ্টের একটা দীর্ঘ সরল রেখা। ভালো লাগলো কবিতা আনমনা। 

    • - আনমনা

       

      ধন্যবাদ ঘাসফুল।

      তবে এইটা ৫-৬বছর আগের লিখা 

    • Load more relies...
    - লুৎফুর রহমান পাশা

    ওই মাইগো। এই মাইয়া ছুডু বেলা থিকাই জটিল। পুরাই পাংখা।

    কবিতাটি ছোট বেলার মনে হয়নাই। বেশ পরিপক্ক। ভাল হোক সুপ্রিয় কবির।

    • - আনমনা

       

      আমি ছোট বেলা থেকেই পাকনা। আম্মু বলেছে 

       

      ধন্যবাদ মাস্তান ভাই 

    - লুব্ধক রয়

    শুভেচ্ছা নেবেন।

    কবিতায় ভালো লাগা রইল।

    • - আনমনা

       

      ধন্যবাদ 

      ভালো থাকবেন 

    Load more comments...