Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ক্ষমা করো অপারগতা

রাজনরা চলে যায়-

ধিক্কার দিয়ে,

বিবেকহীনেরা হাসে

খিলখিলিয়ে !

 

হায়রে অভাগা রাজন

দে-রে অভিশাপ,

করিস না এ জাতিকে

কোনদিনও মাফ !

 

নিরাপদ আঁচলে তোরে

রাখেনি এ জাতি,

কেমনে পাবে এ জাতি

সুখ করে সাথী ?

 

আজ তুই চলে গেলি

কাল অন্য কেউ,

এ জাতির বুকে রবে

হারানোর ঢেউ !

 

পাষণ্ড বিবেকহীন সে

মানুষের তরে,

চাইছে এ জাতি ক্ষমা

দে-না মাফ করে !

 

ভালো থাকিস রাজনেরা

সেই পৃথিবীতে,

অপারগতা করিস ক্ষমা

নীরবে-নিভৃতে !

০ Likes ০ Comments ০ Share ৬৪৯ Views