Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Alamgir Sarker Liton

৯ বছর আগে

কেমনে শিমুল ঝরাও


ফুলের এমনি সংসর্গ সৌরভী ছুঁয়া নিতে

পারলে না সই- পারলে না গো সই

ধরালে শুধুই শুধুই;

প্রণয় পিঠে খরা বলয়,জনমটি ধরে এমনি রবেই

বলো না জনমটি ধরে এমনি রবেই

অপুষ্প অনলে কেমনে রই।।

 

শান্তিময় নেমে আসে যখন; সন্ধ্যাশশী

কি রুপ গন্ধ দেখি নিশিমেলা সন্ধ্যামালতী

ওগো সন্ধ্যামালতী;

ঝরো ঝরো বার মাসে ফুটো মাধবীলতা

হয়ও না এক ক্ষণের জন্যে  হয়ও না

চন্দ্রমল্লিকা গো সই।।

 

প্রণয়ের শাখায় শাখায় কেমন করে পোড়াও

দিব্য শিখরে ডালিয়া গাঁদার রঙ বাহারে

একটু না সাজাও;

হৃদয়ের পটে যদি না রাঙাও সৌরভী সুবাতাস

ভেবে নিও সারাবেলা ঝরবে শুধু শিমুল পলাশ

কেমনে সইবে সই।।

 

লেখার তারিখঃ ১২/০২/১৫

 ===========================

২ Likes ১৪ Comments ০ Share ৪৩৪ Views