Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

কেন দ্যাখা হলো

কেন দ্যাখা হলো তোমার আমার?
বেশতো একা ছিলাম নীরবে।
তুমি জানোনা তো আমি নেই আমার-
একদিন ঠিকই আমায় হারাবে।
আর আমার যন্ত্রণা, সেতো কাঁদতে জানেনা
এই চার দেয়ালে গুমরে শেষ হবে।

লক্ষ্যহীন আশার চাদরে, চাপা পড়ে থাকে কত খামখেয়াল-
শিশিরে ভিজে ওঠে রাত, লাগাম টেনে ধরে সেই চার দেয়াল।
বিস্ফোড়নের মতো, ভালবাসা যত-
অন্ধকারে হারিয়ে যায় এভাবে !
তবু আমার ইচ্ছেরা, বাঁধ ভাঙতে জানেনা
যেন পাথর হয়ে রয়ে গ্যাছে শৈশবে।

অবিরাম মোহের রংমশাল, আগুন জ্বেলে রাখে আমার দু চোখে-
ক্লান্ত মন থমকে দাড়ায়, ভুলতে পারিনা যে আমি তোমাকে।
গোলকধাঁধায় ঢাকা, আমার সীমারেখা-
তোমায় নিয়ে হারিয়ে যায় এভাবে !
তবু আমার ইচ্ছেরা, বাঁধ ভাঙতে জানেনা
যেন পাথর হয়ে রয়ে গ্যাছে শৈশবে।DDevil
০ Likes ৪ Comments ০ Share ৪৯৪ Views