Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

কে তুমি? (অণু গল্প)

বাসার সামনে একটি মাঠ... সবুজ ঘাসগুলো ছেটে রাখা হয় নিয়মিতমাঠ না বলে সবুজ ঘাসের গালিচা বলা চলেকিছুটা আয়তাকার... আসলে কলোনীর ছোট ছেলেমেয়েদের বিকেল বেলার হই হুল্লোর করার জন্যই এই মাঠটিকে বানানো হয়েছে

এখন কেউ নেই মাঠেসবাই যার যার বাসায়-হয় ঘুমে, না হয় টিভিতে সিরিয়াল দেখছেপুরুষেরা বন্ধের দিন পেলে বেশীরভাগই ঘুমাতে পছন্দ করেবারান্দার টবগুলোতে রঙ বেরঙের ফুল ফুটে আছেওর নিজের কালেকশনবোটানির স্টুডেন্ট হওয়াতে সেই কোথায় কোথায় ওকে গাছ সংগ্রহের জন্য যেতে হয়একবার সবাই দল বেঁধে সীতাকুন্ড ইকো পার্কে গিয়ে সাপের সামনে পড়েছিল... ভাবলে এখনো শরীর হীম হয়ে আসে

শায়লার জন্য ওর বাবা একটা দোলনা লাগিয়ে দিয়েছেন সিলিঙের সাথেসেখানে গিয়ে বসে

মৃদু দোল খেতে খেতে কিছুক্ষণ আগে পড়া কবিতার কয়েকটি লাইন মাথায় ব্রেনের ভিতর ঘুরতে থাকে...

...”
সেদিন দেখলাম সেই ভালবাসাগুলো

কাকে যেন দিতে খুব ব্যস্ত তুমি,

যেগুলো তোমাকে আমি দিয়েছিলাম।...

এইতুমিটা কে? ওর বাইশ বছরের জীবনে এখনো সেভাবে কোনো তুমিকে সে খুঁজে পায় নাইআর সেজন্য ভালবাসাও দেয়া হয়ে উঠেনি... একই সাথে এর স্বরূপও জানা হয়নি তবে উপলব্ধির গভীরে হৃদয় তোলপাড় করা একটা অনুভুতি ওকে অস্থির করে দেয় সময়সময়! তবে কি সেটাই ভালবাসা? কল্পনায় কে যেন আবছাভাবে ওর সামনে ধরা দেয়...কতবার স্কেচ করেছে... পাতার পর পাতা ভরিয়ে দিয়েছে,

কিন্তু একটা সম্পুর্ণ অবয়ব কখনো আনতে পারেনি... সে একজন খুব ভাল ছবি আঁকিয়ে হবার পরেওঅথচ যেকোনো কিছু একবার দেখেই হুবহু সেভাবে এঁকে দিতে ওর সমকক্ষ কেউ নেই

তাহলে মনের সেই মানুষটিকে কেন সাদা-কালো কিংবা রঙ্গিন কাগজ ও রং তুলিতে আনতে পারছে না?  
১০ Likes ২৪ Comments ০ Share ৫২৬ Views