Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

তাহমিদুর রহমান

১০ বছর আগে

কে কে জেগে আছেন এই মুহূর্তে

ভাই ও বোনেরা,

কেউ কি জেগে আছেন?

জেগে থাকলে কতখানি জেগে আছেন?

কোন কাত হয়ে জেগে আছেন?

কেন জেগে আছেন ভাই?

বিরক্তকর প্রশ্ন করার জন্যে ছুরি। তবে কেউ থেকে থাকলে আওয়াজ দেন। 

কেন দিবেন?

কি দরকার?

রাত জাগা পাখিদের লিস্ট হয়ে যাক। হয়ে যাক একটি কবিতা। আমি প্রথম চার লাইন দেই।

"নিষ্প্রাণ এই বাহু করতলে

অস্বচ্ছ কিছু শব্দ ভেসে আসে

আর কিছু দাগ অমরত্বের মিথ্যে হাতছানির মাঝে

অযথা চলে আসে অযাচিত যৌনাচার।"

 

**যদি কেউ না থাকেন কবিতাটি সম্পূর্ণ হবে কাল। 

০ Likes ২৯ Comments ০ Share ৪৯৪ Views

Comments (29)

  • - লুৎফুর রহমান পাশা

    সুন্দর লিখেছেন।

    একটা কথা মানতেউ হবে স্বাধীনতার অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।

    • - আবু সাঈদ চৌধুরী

      কঠিন তাই চেষ্টা অব্যহত রাখতে হবে কিন্তু ্মরা করছি এর উল্টোটা । কৃতজ্ঞতা জানবেন মন্তব্যের জন্য ।

    - শহীদুল ইসলাম প্রামানিক

    কথায় আছে কোন কাজের ক্ষেত্রে পিঁপড়ার বলও নাকি অনেক অনেক সাহায্যকারী বল ।সুতরাং আজ সবার এক সাথে দেশকে নিয়ে ভাববার সময় হয়েছে ।রাজনীতিকদের ব্যাভিচারী কথাকে কান না দিয়ে নিজের দেশকে সুন্দর করার জন্য নিজেকেই কাজ করতে হবে ।প

    ভাল লাগল।

    • - আবু সাঈদ চৌধুরী

      ধণ্যবাদ মন্তব্যের জন্য । ভালো থাকুন সবসয় ।

    - রোদেলা

    দেশকে নিয়ে সপ্ন কেবল সপ্নই রয়ে গেলো।

    • - আবু সাঈদ চৌধুরী

      আসুন না সবাই মিলে......।ধণ্যবাদ ।