Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

sarwar hossain bhuiyan

৮ বছর আগে

কাটাঁতারের বেড়ায় বন্দি "একুশের বইমেলা"।

অমর একুশে বইমেলা।
বাঙালীর প্রাণের মেলা।
কিন্তু,
আজ সেখানে শংকা, ভয় আর
সংশয়।
কখন আমি অভিজিৎ হয়ে যাই,
কখন আমি দীপন হয়ে যাই,
কিংবা,
কখন আমি হুমায়ুন আজাদ হয়ে যাই।
এই " হয়ে যাওয়া" তাদের মত হওয়া নয়।
এই " হয়ে যাওয়া" তাদের মত নিভে যাওয়া।

আমি ভয়ে থাকি,
আমার মেয়েরা ভয়ে থাকে,
আমার স্ত্রী ভয়ে বারে বারে ফোন দেয়,
" চলে এসো তাড়াতাড়ি"
" সন্ধ্যে নামার আগে"।

আজ,
প্রাণের বইমেলায় যেন প্রাণ নেই।
চারিদিকে ভয়, সংশয় আর
বুকের ভিতর অজানা আতংক।
" যেন কাটাঁতারের বেড়ায় বন্দি আমাদের প্রাণের বইমেলা"।

বাচ্চাদের হইহুল্লোর.......
বাশিঁর ভে,,,পু সূর,.......
কিশোরদের জটলা পাকিয়ে আড্ডা,.......
দলবেধেঁ দুষ্টু ছেলেমেয়ের কোরাশ গাওয়া,,,,,,,,,,,,,
আজ সবই যেন হারিয়ে গেছে।
আমাদের প্রাাণের বইমেলা থেকে।
যেন কাটাঁতারে বন্দি এই মেলা।

১ Likes ১ Comments ০ Share ৪৪৪ Views