Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নাজনীন পলি

৯ বছর আগে

কলার কাবাব


কলার কাবাবঃ

উপকরনঃ

১। কাঁচা কলা ১টি

২। আলু ১টি

৩। পিয়াজ কুচি ২ টি

৪। কাঁচা মরিজ কুচি ৪ টি

৫। ধনে পাতা কুচি পরিমাণমত

৬। কাবাব মশলা ১ চা চামচ

৭। লবন পরিমাণমত

৮। ভাজার জন্য তেল

৯। ডিমের সাদা অংশ ১টি

প্রস্তুত প্রণালীঃ

কাঁচা কলা ও আলু সিদ্ধ দিতে হবে ।সিদ্ধ আলু ও কলার খোসা ছাড়িয়ে ভালমত মাখিয়ে নিতে হবে । মাখানো আলু ও কলার সাথে কাবাব মশলা , লবণ , পিয়াজ –মরিচ-ধনেপাতা কুচি ও ডিমের সাদা অংশ ভালভাবে মেখে কাবাবের আকারে করে ডুবো তেলে লালচে করে ভাঁজতে হবে । হয়ে গেল মজাদার কলার কাবাব ।   

২ Likes ২ Comments ০ Share ৫৭৭ Views

Comments (2)

  • - লুৎফুর রহমান পাশা

    একটা দীর্ঘ গল্পের কাব্যিক রুপ। ভাল অনেক ভাল।

    • - লাঘমে নহাজা য়াজিনা

      ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্যে।

    - মেঘ আবির

    কথাগুলো দুর্বোধ্য ৷ অমিল এবং অসম্ভবও কিছু আছে ৷ সমুদ্রের সূর্যাস্তের নৈঃসঙ্গে প্রচন্ড স্তব্ধতায় ছিঁড়েছিলে বিকেলের ছায়া,, , , , কথাটা অসম্ভবও ৷ বিকেল উপলব্ধি করা যায় বা এধরনের কিছু লিখলে মানা যায় কিন্তু বিকেল ছেড়া যায় না ৷ বেপার না পরবর্তিটা ভালো হবেemoticons

    - লাঘমে নহাজা য়াজিনা

    emoticons কিছু অসম্ভব নিয়েই তো বেশ লাগছিলো।সব সম্ভবগুলোকে এক করতে ইচ্ছে করেনি।আর দুর্বোধ্য কথা?পরবর্তীতে অবশ্যই ভাল করার চেষ্টা করবো।অনেক ধন্যবাদ।