Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

কবিতা

আমাদের বন্ধু মন্টু 

আমাদের বন্ধু মন্টু পলিমাটির সুরে কথা বলতো

কখনো কাউকে ধমক দিয়েছে কিংবা রাগ করেছে

                                  এমন জোরালো ইতিহাস নেই

আড্ডার আসরে সে যেন চায়ের দোকানের পিচ্চি

ফলে সে কখনো গল্প বলা  শেষ করতে পারে নাই

কখনো কোন গল্পের সম্পূর্ণ শুনতেও পারে নাই

বয়সে আমাদের সমান হলেও সবাই তাকে কিশোর ভাবতো

মন্টু ছিল বাস্তুহারা শোষিত কৃষকের মতো

সে ছিল সংসদের ভিতর ছোট্ট রাজনৈতিক দলের মতো

আমরা ছিলাম ব্রিটিশ জমিদার প্রভুর মতো

আমাদের দেখলে মন্টুর মাথা নিচু হয়ে যেতো গরীব প্রজার মতো

আমরা ছিলাম সরকারি অফিসের কর্তার মতো

পাড়ায় মাস্তানরা যেমন মেয়েদের ইভটিজিং করে

আমরাও তাই করতাম তার সাথে অবসর পেলে

আমাদের দেখলে সে নিজেকে লজ্জাবতীর মতো গুটিয়ে নিতো

অন্য বন্ধুরা সমান ভাবলেও মন্টু নিজেকে

নিম্নবর্ণের ভাবতো, নিম্নশ্রেণীর ভাবতো, নিম্ন গোত্রের  ভাবতো

আমাদের বন্ধু মন্টু ছিল সুস্থ রাজনীতি চর্চার উজ্জল সমালোচক

আমাদের বন্ধু মন্টু ছিল বাংলা গানের ভুবনে কবিতার জমিন চাষ করতো

আমাদের বন্ধু মন্টু ছিল এক কাপ চায়ের মতো সকাল বিকেলের সঙ্গী

আমাদের বন্ধু মন্টু ছিল জোছনার আলোর মতো সকলে তাতে অবগাহন করতো

আমাদের বন্ধু মন্টু ছিল গার্মেন্টস শ্রমিকের মতো ন্যায্য পাওনা থেকে বঞ্চিত

আমাদের বন্ধু মন্টু ছিল নদীর মতো তাতে আমরা নৌকা ভ্রমন করতাম

আমাদের বন্ধু মন্টু সকলের কষ্টকে নিজের কষ্ট মনে করতো 

আমাদের বন্ধু মন্টু আজ শুধু আমাদের বন্ধু নয় 

 

                      ঘরে, বাহিরে, ট্রেনে, বাসে, চায়ের দোকানে

                               প্রতিটি আড্ডার বন্ধু

                      কবিতার, গানের, সকালের, বিকেলের বন্ধু

আমাদের বন্ধু মন্টু  আজ গুলিবিদ্ধ এক মায়ের সন্তান ।

 

 

 

 

 

 

 

 

০ Likes ৪ Comments ০ Share ৪৬৮ Views

Comments (4)

  • - মাসুম বাদল

    জন্মদিনের শুভেচ্ছা !!!

    • - অনিন্দ্য অন্তর অপু

      শ্রদ্ধা বাদল ভাই--- শুভকামনা নিরন্তর 

    - লুৎফুর রহমান পাশা

    অপুর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। অপুর লেখার হাত ভালো আশা করছি একদিন অনেক বড় লেখক হবে।

    • - অনিন্দ্য অন্তর অপু

      আপনার অণুপ্রেয়ণা আমাকে সবসময় উৎসাহ দেয় । শুভাশিস অন্তরে লালিত হবে । 

    - মোকসেদুল ইসলাম

    শুভ জন্মদিন

    • - অনিন্দ্য অন্তর অপু

      ধন্যবাদ--------- 

    Load more comments...