Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

কবি হবো! (ছড়া)


কবি হবো! (ছড়া)

নূর মোহাম্মদ নূরু

ভাবছি আমি কবি হবো,
কেনো যে তা পারছিনা?
হবেই হবে এই ভাবনায়
খাতা কলমও ছারছিনা।

সকাল থেকে সন্ধ্যা নিশি
লিখে আমি যাচ্ছি তাই,
সুধী জনে বললো দেখে
কবিতা না- যাচ্ছে তাই।

মনে বড় কষ্ট আমার,
ভাবছি কী করা যায়,
নেট ঘেটে সামুর সাথে
বন্ধুত্বটা হয়ে যায়।

হেথায় দেখি পাতি পুতি
অনেক কবির সমাহার,
মনটাকে কই হতাশা তুই
করনা এবার পরিহার।

কবি হওয়া ব্লগেতে
এমন কোন ব্যপার না,
ডানে বামে না তাকিয়ে
যা ইচ্ছা তা লেখে যা।

তোর কবিতা স্মরণীয়
থাকবে হয়ে এখানে,
দেমাগে তোর পা দু’খানি
নামবেনা আর জমিনে।

ছন্দ মিলের বালাই নাই,
না থাকুক মিল অন্তরায়,
সবাই তোকে নোবেল দিবে
যদিও তা কাজের নয়।

তাই বলি মন লিখতে হলে
বেশী পড় যতো পারো
তা নাহলে কবি তোমার
হাত হবে যে নড় বড়ো।

নড় বড়ে কাঁচা হাতে
কবি হওয়া যায়না ভাই,
তাইতো আমি কবিতাকে
জানিয়ে দিলাম গুড বাই।


প্রকাশকালঃ
ঢাকাঃ ১৮ মার্চ ২০১৫ ইং
০ Likes ২ Comments ০ Share ৪০৩ Views

Comments (2)

  • - আমির ইশতিয়াক

    চমৎকারকবিতা। ভাল লাগল এনাম ভাই।

    • - এনামুল হক মানিক

      আপনাকে অনেক ধন্যবাদ আমির ভাই।

    - আলমগীর সরকার লিটন

    সুন্দর লাগল কবিতার মাঝে ছন্দের খেলা

    শুভ কামনা দাদা

    • - এনামুল হক মানিক

      ধন্যবাদসহ শুভেচ্ছা ।

      ভালো থাকুন ।

    - সোহেল আহমেদ পরান

    খুব সুন্দর মানিক ভাই।

    দারুণ অন্ত্যমিল।

    emoticons

    • - এনামুল হক মানিক

      ধন্যবাদ পরান ভাই।

      শুভেচ্ছা অবিরত।

    Load more comments...