Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ম. গ. রেজওয়ান

১০ বছর আগে

কবরস্তানের অধিবাসীদের কথা

কবরস্তানের অধিবাসীদের কথা স্মরণ করুন। একসময় তারাও তো এই পৃথিবীতে ছিল। তাদেরও ছিল সুঠাম দেহ, অগাধ সম্পদ ও বিপুল ক্ষমতা। কিন্তু আজ তারা কবরের বাসিন্দা। মাটির পোকা তাদের দেহকে খেয়ে ফেলেছে, তাদের হাড্ডিকে চূর্ণ করে দিয়েছে। এই পরিণতি কি সকলেরই জন্য অপেক্ষা করছে না? তাহলে কেনো আমরা প্রস্তুত হচ্ছি না? আখিরাতের পুঁজি কেনো সংগ্রহ করছি না? নেক আমলই হচ্ছে আখিরাতের পুঁজি, আখিরাতের একমাত্র মুদ্রা।

আবদুল্লাহ ইবনে উমর রা. বলেন, একজন আনসারী ব্যক্তি (সাহাবী) আরজ করলেন, রাসূল সা. ! সবচেয়ে বুদ্ধিমান ও সর্বাধিক সম্মানিত ব্যক্তির পরিচয় কী? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মৃত্যুকে সবচেয়ে বেশি স্মরণ করে এবং মৃত্যুর জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি গ্রহণ করে। তাঁরাই তো দূরদর্শী। দুনিয়ার সম্মান ও আখিরাতের মর্যাদা তো তারাই নিয়ে গেলো। 
[সুনানে ইবনে মাজাহ]

হে আল্লাহ্‌ আপনি আমাদেরকে সঠিকভাবে নেক আমল করার তৌফিক দান করুন এবং প্রকৃত মুসলমান হিসেবে কবুল করুন, আমীন।

 

 

 

 

(collected)

০ Likes ১ Comments ০ Share ৩৫৬ Views

Comments (1)

  • - রোদেলা

    সুন্দর।

    • - শফিক সোহাগ

      ধন্যবাদ দিদি @ রোদেলা