Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নীল সাধু

১০ বছর আগে

কপিলা!

 

কুপি নিভাইয়া দেই!

দে
তুই লগে থাকলে আমার কুপি লাগে না
আমি সব দেহি
আমার জালে ইলিশের গতরে রইদ পরলে জিমুন
চকচকাইয়া উঠে, তুই থাকলে আমার হেমন লাগে
সব ফকফকা, মনে লয় আসমানের চাঁন নাইম্মা আইসে!

কিতা হইসে তুমার
কি দেহো এমুন কইরা
আমার শরম লাগে
তুমারে লইয়া সখিনার মা ঐদিন কত তামশা করল
তুমি নাকি বৌ পাগলা
ড্যাবড্যাব কইরা কি দেহো তুমি
আমি কি নয়া বৌ?

কওকগা, যার যা ইচ্ছে কওক
আমার বৌরে আমি দেহুম
কার কি?
আমি দেহি আমার নাও
গাঙের পানিতে ভাইসা গেছে আমার পালতুলা নাও
তোর চোখে উড়ে আমার পালতুলা নাও
আমি ভাইসা যাই তরে দেখলে!

কি যে কউ
আমি কিচ্ছু বুঝিনা
ভাসবা কেন তুমি
আমি কি গাঙ নাকি
তুমি পাগল হইসো!

হরে, তুই আমার নয়া বৌ
তরে দেইখা আমি পাগল হইয়া গেসি
মনে লয় বুকের মইধ্যে বাইন্ধা রাখি তরে
কেউ যেন না দেহে
আমি যহন যেহানে যাই মনে লয় তরে লগে লইয়া যাই
আমার পরাণ পুড়ে
বুকের মইধ্যে কিমুন যে করে তুই বুঝবি না;
আমার জালে যহন মাছগুলান আটকা পইরা ছটফট করে
আমিও তরে ছাইড়া এমুন ছটফট কইরা মরি!

অহ আল্লাহ! তুমি ইতা কিতা কউ
পুড়বো ক্যান
ছটফট করে ক্যান
আমি তুমার পুন্নিমার চান
তুমারে চান্নি রাইতের বাতাস দিমু
দেহোনা আসমানে চান্নি রাইতে কিমুন সুন্দর হাওয়া অয়
আহ! ছাড়ো আমারে; কেউ দেখবো!

কেডা দেখবো!
এই রাইতে কেডা আইবো দেখতে
তুই কাছে আয়
আমার বুকে আয়
আমি তর গতরের সুবাস লই!

তুমার কুন শরম নাই
কি কও ইতা, ঘুমাও
হেই বিয়ানবেলা উইঠা গাঙ্গে গেসো।

তর বুকের মইধ্যে
বাশঝারে নতুন ফোটা কাঠালচাঁপার সুবাস পাই
কিমুন নিশা নিশা লাগে
ঝিমঝিম লাগে
মনে লয় মাতুয়ালা হইয়া পইরা থাকি!

হইসে,
হুনো, মেলা রাইত হইসে তুমি ঘুমাও!

আমারে ঘুম পারাইতে হইলে
তার আগে কারে আগে ঘুম পারাইতে হইবো জানস?

ও মাগো! থাক কইতে অইবো না
তুমার কুন শরম নাই!



কপিলা

কাব্যগ্রন্থ: জলজ ছায়ায়
প্রথম প্রকাশ: বইমেলা ২০১২

আঞ্চলিক ভাষায় লেখা এই কবিতাটি আমার প্রিয় একটি কবিতা। অনেকেই ভালবেসে গ্রহণ করেছেন। আমার প্রথম কাব্যগ্রন্থ জলজ ছায়ায় এই কবিতাটি সন্নিবেশিত রয়েছে। 'জলজ ছায়ায়' পাওয়া যাবে আগামী বইমেলায়।

১ Likes ৪৪ Comments ০ Share ৬৫৪ Views

Comments (44)

  • - আলমগীর সরকার লিটন

    বা সুন্দর কবিতা কবি কে অভিনন্দন-----

    - চারু মান্নান

    bha dharun kobi,,,,,,,,

    • - মোঃ খালিদ উমর

      ধন্যবাদ কবি।

    - শহীদুল ইসলাম প্রামানিক

    ভাই খালিদ উমর আপনার ভ্রমণ কাহিনী পড়লাম, গল্প পড়লাম এবার দেখি ভাল কবিতা লিখেছেন। আপনার স্তুতি না করে পারছি না।

    • - মোঃ খালিদ উমর

      স্তুতি করার মত কিইবা আর আছে। সবই আপনাদের সৌজন্যে।

    Load more comments...