Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নীল সাধু

১০ বছর আগে

এড়িয়ে যাবেন না! প্লিজ! একজন মা, একজন চিকিৎসক, একজন মেয়েকে বাঁচাতে এগিয়ে আসুন! প্লিজ!

 

জয়ন্তী!
একজন মেয়ের নাম, একজন মায়ের নাম!
একজন দায়িত্ববান ডাক্তারের নাম!
প্রাণঘাতী ক্যান্সার যার শরীরে সবসময় জানিয়ে দিচ্ছে তার অস্তিত্ব!

হ্যাঁ... জয়ন্তীর শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সারের জীবাণু একটু একটু করে নিঃশেষ করে দিচ্ছে জয়ন্তীকে! কিন্তু জয়ন্তীর স্বামী অসুখের পর থেকে একটা টাকা দিয়েও তাকে সাহায্য করেনি, তার নাকি নিজেরই নিজের চালচুলো ঠিক নেই। এর মধ্যেই জয়ন্তীর অসুখ ধরা পরে। তার স্বামী তাদের সাথে থাকে না চাকুরীর খাতিরে... মাঝে মাঝে এসে মেয়েকে দেখেই চলে যায়... ব্যাস! দায়িত্ব শেষ! এর মাঝে জয়ন্তীর শ্বশুর চাইছেন বাচ্চাটাকে জয়ন্তীর কাছ থেকে কেড়ে নিতে, অজুহাত কেবলই তার অসুস্থতা! স্বামীও সায় দিচ্ছে তাকে।

জয়ন্তীর এই অসহায়ত্বে তার পাশে এসে দাঁড়িয়েছে তার প্রাক্তন স্কুল ভিকারুন্নিসা স্কুল-কলেজ আর উত্তরা মহিলা মেডিকেল কলেজের বন্ধু এবং সহপাঠীরা, তার কলিগরা। রিটায়ার্ড বাবার শেষ সম্বল আর বন্ধুদের দেয়া সাহায্যে ওর অপারেশন সম্পন্ন হয়েছে। কিন্তু ক্যান্সার এখুনি ছাড়ছে না তাকে।




























খুব খারাপ ধরণের এই ক্যান্সার পুরোপুরি শেষ হতে রেডিও থেরাপিসহ আরও বেশ কিছু ইনভেস্টিগেশন করতে হবে। ক্যান্সারের ধরণ খারাপ হওয়ায় তার এই চিকিৎসা বাংলাদেশের সব হসপিটালে করা সম্ভব না। এখন স্কয়ার হাসপাতালে তার রেডিয়েশন থেরাপি চলছে। এখন পর্যন্ত ১১ টা রেডিয়েশন থেরাপি নেয়া হয়েছে। তাকে মোট ২৫ টি রেডিও থেরাপি নিতে হবে আর এজন্য প্রয়োজন আড়াই লাখ টাকা। আর এর পাশাপাশি হরেক রকম টেস্ট আর ওষুধপাতির খরচা তো আছেই।

সব মিলিয়ে জয়ন্তীর পরবর্তী চিকিৎসার জন্য প্রায় ৪ লাখ টাকা প্রয়োজন। অবসরপ্রাপ্ত বাবা যে আর পারছেন না। নিজেদের হাতের শেষ সম্বল, গয়নাগাটি সবই চিকিৎসার পেছনে ব্যয় হয়ে গেছে। অসুস্থতার কারণে জয়ন্তী নিজেও তার চাকরি ঠিকমতো করতে পারছে না। পুরানো ঢাকার এক প্রাইভেট হাসপাতালে জয়ন্তীর চেম্বার। যেখানে এখন জয়ন্তীর মানুষকে সেবা দেবার কথা সেখানে ডাঃ জয়ন্তী নিজেই বেঁচে থাকার জন্য লড়াই করে যাচ্ছে! নিজের একমাত্র সন্তানটির মা হারা হবার ভয় অসুস্থ জয়ন্তীকে কুড়ে কুড়ে খাচ্ছে...

কিছু কি করা যায় এই মায়ের জন্য? কিছু কি করা যায় এই মানবসেবীর জন্য?? আমরা কজন পদক্ষেপ নিয়েছি, মুখিয়ে আছি আপনাদের সহযোগিতার জন্য...

সাহায্য সংক্রান্ত তথ্যাদিঃ-

বিকাশ নম্বরঃ
01822365151 [রাসিন]
01922276824 [রাসিন]

ব্যাঙ্ক একাউন্টঃ
Dutch-Bangla Bank Limited
Name of A/C : Md.Humayun Kabir
A/C No : 157.101.30382
Savings Account


ফিন্যানশিয়াল ডকঃ http://bit.ly/1bj0czR
[এখানে প্রতিটি টাকার হিসাব দিয়ে দেয়া হবে]

** জয়ন্তীর জন্য ফেবুর লিঙ্ক

 

 

মুল পোষ্টটি ব্লগার সাবরিনা সিরাজী তিতির এর দেয়া। সামহ্যোয়ার ইন ব্লগে।আমরা নক্ষত্র ব্লগের ব্লগার-গন মানবিক এই আহবানে সাড়া দিয়ে ডাক্তার জয়ন্তীর পাশে দাড়াতে চাই!

০ Likes ১৫ Comments ০ Share ৬৮৩ Views

Comments (15)

  • - মাসুম বাদল

    কবিতায় ভালো লাগা ... 

    • - আলমগীর সরকার লিটন

      দাদা

      কবিতা ভাল লাগার জন্য

      সহস্র ধন্যবাদ
      ভাল থাকুন

    - ধ্রুব তারা

    আপনি কি আশা ইউনিভার্সিটির সাথে কোনভাবে সম্পর্কযুক্ত

    • - আলমগীর সরকার লিটন

      দাদা

      না আমি আশা ইউনিভার্সিটির সাথে সম্পর্কযুক্ত না

      আশা এনজিওর সাথে সম্পর্কযুক্ত

      সুন্দর মন্তব্য করার জন্য

      সহস্র ধন্যবাদ
      ভাল থাকুন

    - সুখেন্দু বিশ্বাস

    তোমার মাঝে আছে 
    দেখো- শামুক ঝিনুক চেয়েও- সোনার ধন 
    নিঘামে ঝরাও দেখবে উজ্জ্বল শ্যামল- জয় 
    হোক.......... 

     

     

    শুভকামনা সতত কবি  

    Load more comments...