Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

এলোমেলো ছবি গুলো - ১

ফেইজবুকে শেয়ার করা এলো মেলো ছবি গুলো এখানেও হাজির করলাম।

১। শীতের সকাল - করান

২। শীতের সকাল - করান

৩। পদ্মার চরে সূর্যাস্ত

৪। অপেক্ষা

৫। বালু নদীর মাঝি

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝি পোকার বাগানে নিমন্ত্রণ।
১ Likes ৯ Comments ০ Share ৪১৮ Views

Comments (9)

  • - আলমগীর সরকার লিটন

    কেতন দা

    কেমন আছেন

    খুবি সুন্দর ভাবের কবিতা অসাধারণ লাগল

    অনেক অনেক অভিনন্দন--

     

    • - কেতন শেখ

      অনেক ধন্যবাদ লিটন ভাই। ভালো থাকবেন।

    - মোকসেদুল ইসলাম

    ভিন্নধর্মী কবিতা । ভাল লাগল ভাই

    • - কেতন শেখ

      অনেক ধন্যবাদ। আপনার নামের ফ্যান হয়ে গেলাম। এখনই আপনার লেখা পড়বো। ভালো থাকবেন।

    - রোদের ছায়া

    কবিতায় একই সঙ্গে অভিযোগ আর অভিমান খেলা করছে । সুন্দর লিখেছেন দাদা। 

    কষ্ট যে দেয় তাকে ছেড়ে দেয়া ঠিক না, দেহান্তরে তাকে সঙ্গি করে নেয়াই ভালো ।

    • - কেতন শেখ

      আপনি ধরে ফেলেছেন ... । অনেক ধন্যবাদ। অবশ্যই, দেহান্তরে আর কাকে সঙ্গে নিবো বলেন! ভালো থাকবেন।

    Load more comments...