Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

এলোমেলো ছB......২

১। সবুজ মেজেন্ডা আর হলুদে একাকার হয়ে গেছে বাগান

২। বাগান বিলাসের ছোট একটি গাছ অথচ ফুল ফুটে পাতা দেখা যায় না । অসম্ভব সুন্দর লাগে ফুল ।

৩। এই গাছটি সব জায়গাতেই আছে...... এর ফুল এই প্রথম দেখলাম অসম্ভব সুন্দর লাগছিল

৪। বাগান বিলাসের ছোট একটি গাছ অথচ ফুল ফুটে পাতা দেখা যায় না । অসম্ভব সুন্দর লাগে ফুল ।

৫। কি গাছ নাম জানি না তবে এই গাছে চারপাশেই এমন ঝুলে থাকে অনেক ফুলের ঝুড়ি

৬। এ্যাকোরিয়ামে খলসে মাছের মতই একটা মাছ

৭। রঙিন মাছ

৮। রঙবেরঙের মাছ এ্যাকোরিয়ামে ভরা

৯। এটা আরেকটা পাম গাছের মতই । সুন্দর ফুল ফুটে আছে । জুম করে তোলা

১০। দুই বিড়ালের ঝগড়া....... কিরে তুই নাকি আমার টিনার দিকে নজর দিছস.....?

১১। হাছা কথা ক কইলাম । নাইলে অই ডাস্টবিনের সম্পত্তি একলা আমার তোরে ঢুকতেই দিমু না

১২। ওস্তাদ রাগ করেন ক্যালো ...... আসল কথা কানে কানে কইতাছি একটু কাছে আহেন

১৩। আরে নজর দেই নাই তো । হেরে জিগাইছিলাম হে কি হাছাই আপনেরে ভালবাসে? হেয় তো কইলো আরে ভালবাসা এত্ত সহজ নাকি। আমি কাটা কুঁড়িয়ে আনি আর হেতে আমার সব খাবার একাই খাইয়া ফালে । তয় তারে একটু ভয় পাইতো হের লাইগ্যা একটু ভালবাসার অভিনয় করি ।

১৪। ওহ মাই গড ...... তলে তলে এত কিচ্ছু....... আচ্ছা তোরে মাফ কইরা দিলাম কিন্তু টিনার একদিন কি আমার একদিন । এর একটা হেস্ত ন্যস্ত করেই ছাড়বো । কলোনীতে বাস কইরতে হইলে আমার অনুমতি লইয়া বাস করতে হইবেক..... কথা তোরাও মনে রাখিস...... তবে আর একটা কথা টিনার আশে পাশে যাবি না কইলাম ।
-না ওস্তাদ হেই তো আমগো নাই । আপনি মেজাজ ঠান্ডা করেন । চলে কারো ঘরে ঢুইক্যা খাইয়া আসি
-চল তবে যাই.......

১ Likes ৬ Comments ০ Share ২০১৬ Views

Comments (6)

  • - লুৎফুর রহমান পাশা

    আপনি তো ভাল ছবি তুলেন। প্রতিযোগিতার জন্য একটা গল্প লিখে ফেলেন

    • - এই মেঘ এই রোদ্দুর

      স্মৃতি চারন লিখব । ধন্যবাদ

    - নুসরাত জাহান আজমী

    emoticonsemoticons

    • - এই মেঘ এই রোদ্দুর

      থ্যাংকু

    - আলমগীর সরকার লিটন

    ছবিগুলো বেশ সুন্দর লাগল