Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

এলোমেলো ছB......

১। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিভেজা পাতা.....

২। ঝরা শিউলী আটকে আছে সবুজে.....

৩। মাকড়শার জালে আটকা পড়েছে বৃষ্টির কান্না.......

৪।  বৃষ্টির জলে সাতার কাটছে ......নাম না জানা পোকা...... ওর সারা অঙ্গ জুড়ে রূপলাবণ্য ঝরে পড়ছে যেনো ।

৫। লাল মাটি বেয়ে বেয়ে উঠছে উপরে.......

৬। আরেকটি কালো পোকা......

৭। ফুলে পাতায় আটকে থাকে এভাবেই বৃষ্টির বিন্দু বিন্দু জল.....

৮। গোলাপী রঙ্গনে বৃষ্টিভেজা সবুজ.....

৯। বৃষ্টির মিষ্টি জল বিন্দু বিন্দু হয়ে পরশ বুলাচ্ছে শান্তির...... লজ্জায় সবুজ হয়ে উঠে আরো সবুজ.......

১০। বৃষ্টির মিষ্টি জল বিন্দু বিন্দু হয়ে পরশ বুলাচ্ছে শান্তির...... লজ্জায় সবুজ হয়ে উঠে আরো সবুজ.......

১১। বৃষ্টির মিষ্টি জল বিন্দু বিন্দু হয়ে পরশ বুলাচ্ছে শান্তির...... লজ্জায় সবুজ হয়ে উঠে আরো সবুজ.......

১২। বৃষ্টির মিষ্টি জল বিন্দু বিন্দু হয়ে পরশ বুলাচ্ছে শান্তির...... লজ্জায় লাল পাতাবাহার হয়ে উঠে আরো লাল.......

১৩। মিষ্টিরঙ্গা জবা...... চারপাশ সবুজের সমারোহ...... সবুজের বুকে ঝুলে থাকে এভাবেই সে...... কখন যে ঝরে পরে নিজেই জানে না । তবু ক্ষনিকের জন্য হলেও ভালবাসার আলিঙ্গণে.... সিক্ত করে তুলে মানুষ আর সবুজকে ।

১৪। মিষ্টিরঙ্গা জবা...... চারপাশ সবুজের সমারোহ...... সবুজের বুকে ঝুলে থাকে এভাবেই সে...... কখন যে ঝরে পরে নিজেই জানে না । তবু ক্ষনিকের জন্য হলেও ভালবাসার আলিঙ্গণে.... সিক্ত করে তুলে মানুষ আর সবুজকে ।

১৫। সবুজ মাঠ ......যেখানে গেলে বুকটা হয়ে উঠে প্রশস্ত, কখনো গেয়ে উঠি আনমনে
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলাম গানের সুরের এই ডানা মনে মনে

১৬।  মাকড়শার জালে আটকা পড়েছে বৃষ্টির কান্না.......

১৭। রক্ত জবা আটকে আছে সবুজের বুকে....... ঝরে পড়ার সম্ভাবনা নাই .....

১৮। চারপাশ সবুজ অথচ ছোট শিশু ফুলটি যেন জড়োসড়ো হয়ে লুকিয়ে আছে সবুজের বুকে...... মনে হচ্ছে থেকে যাবে অনন্তকাল ধরে........

১৯। রক্ত জবা আটকে আছে সবুজের বুকে....... ঝরে পড়ার সম্ভাবনা নাই .....

২০। চারপাশ সবুজ অথচ ছোট শিশু ফুলটি যেন জড়োসড়ো হয়ে লুকিয়ে আছে সবুজের বুকে...... মনে হচ্ছে থেকে যাবে অনন্তকাল ধরে........

২১। চারপাশ সবুজ অথচ ছোট শিশু ফুলটি যেন জড়োসড়ো হয়ে লুকিয়ে আছে সবুজের বুকে...... মনে হচ্ছে থেকে যাবে অনন্তকাল ধরে........

১ Likes ৫ Comments ০ Share ১১১৯ Views

Comments (5)

  • - আলমগীর সরকার লিটন

    কেশী ভালোবাসলে কিন্তু পঁচে যায়

    সে দেখি যত্ন বান হয়--

    বেশ----------------------

    • - রুদ্র আমিন

      তাই তো ভালবাসা ভুলে গেছে সবাই.... আমিও চেষ্টায় আছি দাদা।

    - লুৎফুর রহমান পাশা

    বিশ্বাস নেই বলেই
    কষ্ট গুলো আজ চোখের ধূলিকণা,
    আর অবিশ্বাস নয় হাতটি বাড়িয়ে দাও
    জানি কষ্টের মাঝেই মুধ ছড়ায় ভালবাসা।

    • - রুদ্র আমিন

      ধন্যবাদ পাশা ভাই। কেমন আছেন?

    - এম রহমান

    অঞ্জন দত্তের একটা গান আছে। ভালবাসি তোমায়।

    সেই গানটা মনে পড়তেছে

    • - রুদ্র আমিন

      ভাল কথা, গানটি শুনে ফেলুন আরও ভাল লাগবে আশা করি এম রহমান ভাই।

    Load more comments...