Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

এলোমেলো কিছু ছবি

 

একমুঠো বকুল ফুল ঃঃ আমার গ্রামের বাড়ী থেকে তোলা

 

কাকাতুয়া পাখি ঃঃ জুরং বার্ডস পার্ক, সিঙ্গাপুর থেকে তোলা।

 

বাতাবী লেবুর ফুল ঃঃ নার্সারী থেকে তোলা 

 

 

 

 

ছিল্লা কাইট্টা লবণ লাগাইয়া দিমু ঃঃ যাত্রাপথে কোন এক সি এন জি ষ্টেশন থেকে তোলা

 

 

আমার বারান্দায় মনের সুখে গান ধরেছে এক চড়ূই পাখি

 

ভুট্টা বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে ঃঃ অস্ট্রেলিয়ার কোন এক সুপার শপ থেকে তোলা

 

বসন্তের আমের মুকুল ঃঃ নার্সারী থেকে তোলা

 

কাঠবাদাম গাছে চড়ূই পাখি ঃঃ আমার বারান্দা থেকে তোলা

 

শীতের সূর্য্য অস্ত যাওয়ার পথে ঃঃ নেপাল থেকে তোলা

 

উড়োজাহাজ চলছে তার ঠিকানায় ঃঃ মিউজিয়াম চত্বর, কাতার থেকে তোলা

 

নাম না জানা ঘাস ফুল ঃঃ অস্ট্রেলিয়া থেকে তোলা

**************

 

 

 

 

 

২ Likes ১৭ Comments ০ Share ৪০০৭ Views

Comments (17)

  • - ঘাস ফুল

    খুবই করুন কাহিনী। কিন্তু এতো ঘণ্টা পানির নিচে থাকার পর কোন মানুষের পক্ষে জীবিত থাকার কথা না। এটা নিয়ে বিজ্ঞানের ব্যাখ্যা কি হতে পারে জানি না। তবে যে-ই ঘটনাটি শুনবে, আজগুবি বলে উড়িয়ে দেবে। তাছাড়া দুজনই বেঁচে আছেন। জানি না কিভাবে সম্ভব হয়েছে। জানার খুব আগ্রহ হচ্ছে। এটাকে যে আপনি নবজন্ম বলেছেন, তা যথার্থই বলেছেন। দেখি পরের পর্বে আরও কি ঘটনা থাকে। 

    প্রত্যকের জীবনেই একটা উদ্দেশ্য থাকতে হয়। কারণ উদ্দেশ্য বিহীন জীবন মাঝি বিহীন নৌকার মতো যত্রতত্র চলে যেতে পারে। ধন্যবাদ মনির। 

    • - মনির হোসেন মমি(মা মাটি দেশ)

      সাথে থাকার জন্য ধন্যবাদ।প্রশ্ন সবার মনেই আসবে এত ঘন্টা কেউ পানিতে ডুবে বেচে থাকতে পারে না কিন্তু আমি বড় হয়ে যখন মা বাবা এবং বৃদ্ধটিকে জিজ্ঞাসা করাতে একই কথা বল্ল।হয়তো আল্লাহর ইচ্ছা ছিল।আর একটি বিষয় হল আমার সাবালক(জ্ঞান) হবার পর হতে আজ ৪৩টি বছর পার হলো আপনারদের দোয়ায় ওষুক বিসুখে একটি পেরাসিটামলও খেতে হয়নি ইনশাল্লহ।ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

    - লুব্ধক রয়

    আমি খুবই অবাক হলাম। সকল আল্লাহরই ইচ্ছে।

    ধন্যবাদ। আপনি নাম বাংলায় করে নিন।