Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

এলিয়েন

এলিয়েন

আমার ভালবাসার ব্যারোমিটারে পারদের কোন ওঠানামা নেই। অনাবিল অবসরে আমি যতটা ম্রিয়মান, প্রসাধনে তুমি ততটাই সুন্দর। আমার হৃদয়ের চারিদিকে স্বচ্ছ কাঁচের বলয়, তুমি ইচ্ছে করলেই আমাকে ছুঁতে পারোনা তাই তোমার নাজুক স্পর্শে আমি এতোটুকু কেঁপে উঠিনা। এ্যাকুরিয়ামের মাছের মতোই আমি দিব্বি সাঁতার কাটি ব্যর্থতার শৈবাল সাগরে। কারো রুঢ় আঘাতে ভেঙ্গে টুকরো হবো আয়তনে তেমন সমৃদ্ধ নয় আমার মনের বাসনা। নমনীয় প্রত্যাখানে রমণীয় জৌলুস ঠিকরে বেরোবে তেমন ধারণা যদি করে থাকো তবে হৃদয়ে বরণীয় করে রাখবো চিরকাল তেমন ভাববার কোন অবকাশ নেই। যতই ক্ষুদ্র হোক আমার প্রাপ্তির ভান্ডার, বিলিয়ে দেবার মতো ভালবাসা হয়তো সঞ্চয়ে নেই তবে কারো প্রাপ্তিটুকু মেটাবার মতো ভালবাসা সযত্নে জমা আছে। অতটা কাঙ্গাল আমি নই, ছিলামনা কোনকালেই।

যদি কোনদিন কেউ নির্ভরতার দাবী করে এসে বলে- একটু আশ্রয় হবে? ফেরাতে পারবোনা হয়তো। লাল গোলাপের চাহিদা কখনোই ছিলনা। রক্তাক্ত হৃদয়ের চেয়ে ফুলের লালিমা আর কতটুকুইবা উজ্জ্বল হবে! আর যদি নক্ষত্রের কথা বলো, তবে মহাকাশ পাড়ি দেবো, খসে পরা তারা হবো, আকাশের বিশালতায় উল্কার মতো হারিয়ে যাবো; কোথাও খুঁজে পাবেনা। হৃদয়ের কৃষ্ণগহ্বরে কারো অস্তিত্ব কখনো ছিল কী ছিলনা, কে জানবে? মনে করো সত্যিকারের ভালবাসা এক “এলিয়েন”, উড়ন্ত শশারে যার অলক্ষ্য বিচরণ। কেউ কেউ কদাচিৎ তার দেখা পায়। আর যে পায় সে কখনোই অন্যকে বিশ্বাস করানোর প্রয়োজন বোধ করেনা। আমি এক গ্রহবাসী হয়ে সেই অধরা ভালবাসাকেই খুঁজে চলেছি। বিশ্বাস করি সত্যিকারের ভালবাসা এলিয়েন হলেও একদিন তার দেখা মিলবেই।

০ Likes ১১ Comments ০ Share ৩৫১ Views

Comments (11)

  • - নীল সাধু

    শুভেচ্ছা মাটির ময়না

    ভালো লাগছে তোমাকে দেখে। প্রথম পোষ্টটিও চমৎকার হল।

    সব মিলিয়ে নক্ষত্র ব্লগে ভালো লাগা দিয়ে শুরু হল যাত্রা। সঙ্গে থেকো।

    ভালোবাসা জেনো।

    - ঘাস ফুল

    নক্ষত্রব্লগে স্বাগতম ময়না। আসতে না আসতেই হাহুতাশ শুরু করে দিয়েছ? প্রেম বিরহ কি তোমাকে ছাড়বে না? 

    • - লুৎফুর রহমান পাশা

      জটিল কমেন্ট। আসতে না আসতেই হাহ হুতাশ

    • Load more relies...
    - সনাতন পাঠক

    লেখাটি ভালো লিখেছেন। ভাল লেগেছে পোষ্ট।

    ধন্যবাদ।

    Load more comments...