Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ইসমাইল হোসেন

১০ বছর আগে

এর শেষ কোথায়

আজ কয়েকদিন যাবত অবরোধ চলছে। বুঝতে পারতেছিনা কোনটা অবরোধ আর কোনটা হরতাল। একের পর গাড়ি পুড়তেচে মানুষ মরতেছে। এক দল দিতেছে আরেক দলের দোষ। আর মাজখান থেকে আমরা সাধারন জনগন মারা যাই। এর কি কোন সুরহা হবেনা। 

আবার অন্যদিকে মিডিয়া গুলা মিথ্যা খার ছাপে। এক মহিলা নাকি লেগুনায় দেওয়া আগুনে পুড়ছে। আরেকবার বলে চুলার আগুনে পুড়চে। আর আমরা আম জনতা পুড়ছি আতঙকের আগুনে। উত্তরা থেকে মতিঝিল আসতে কি পরিমান কষ্ট হয় বলে বুঝাতে পারবোনা। অফিস শেষ হতে সন্ধ্যা হয়ে যায়। রাতে বেলা যেতে ভয় লাগে। বাসায় যাবো নাকি হাসপাতালে যাবো। ঢাকায় একা থাকি। হাসপাতাল গেলে দেখার কেউ নেই। বাড়ি থেকে বলছে বাসা থেকে যেন বের না হই। কিন্তু অফিস তো ছুটি দেয় না। আমি যদি আগুনে পুড়ে মারা যাই একদল বলবে বিরোধি দলের কাজ আরেক দল বলবে সরকারী দলের কাজ। আমি যে পুড়ে মারা গেলাম সেইটা কোন বিষয়টা কে মারলো সেটা হলো বিষয়। মনে হয় কে মারতে পারলো এটা একটা বাহাদুরী। 

এর থেকে মুক্তির কি কোন উপায় নাই। যারা রাজনীতি করে তারা তাদের বুঝুক। যে আন্দোলন করে সে মরুক নয়তো যাদের বিরুদ্ধে আন্দোলন করে তাদেরকে মারুক। আমরা সাধারন জনগনকে কেন মারে? এভাবে কি চলতেই থাকবে। দেশে কি নির্বাচন হবে। যার ইচ্ছা ক্ষমতায় আসুক।  আমরার কিছু আসে যায়না। কিন্তু আমরা কুমরা মরতে চাইনা। কোন সরকারই আমাদের জন্য কিছু করেনা। আমরা নিজের চেস্টায় চলি। মাঝখানে থেকে দুইটা দল আমাদের রুটি রুজিতে হাত দেয়। তাদের কাছে অনুরোদ আপনাদের এই সব কাজ শেষ করেন। আমাদের উপকার করা দরকার নাই। খালি বিপদে ফালাইয়েন না।

০ Likes ৭ Comments ০ Share ৫৯৫ Views

Comments (7)

  • - মুক্তমন ৭৫ (সাত-পাঁচ)

    প্রিয় ঘাস ফুল,

    পোস্টের বিষয়বস্তুর সংগে পূর্ণ সহমত জানাই। আমাদের দেশের রাজনীতি নিয়ে এখন আর কোনো রকমের আলাপ আলোচনা করতেই ইচ্ছে হয়না। কেনো হয়না, তা আমার ধারণা আপনি বুঝতে পারছেন। 

     

    শুভকামনা রইলো। ভালো থাকুন। 

     

    • - ঘাস ফুল

      সালাম মুক্তমন ৭৫ ভাই। আমিও বুঝি ভাই কেন আমরা দিন দিন রাজনীতি বিমুখ হয়ে পড়ছি। এটা এখন আর কাউকে বুঝি বলতে হয় না। ধন্যবাদ ভাই। ভালো থাকুন সতত। 

    - সনৎ ঘোষ

    বন্ধু,ধন্যবাদ তোমার সুন্দর লেখাটির জন্য।

    • - ঘাস ফুল

      আরে বন্ধু যে। কী খবর তোমার কেমন আছো? যদি আমাকে খোঁজার ইচ্ছা হয়, এখানে চলে এসো পেয়ে যাবে। ভালো থাকো সতত। 

    - মিশু মিলন

    জনগণ, জনগণ আর জনগণ! সব কিছুর মূলে এই জনগণ! এতো পরিমাণ অশিক্ষিত আর সার্টিফিকেটধারী কুশিক্ষিত যে দেশে, যে দেশে একটা চা,  দুটো সিগারেট কিংবা এক কেজি চাল দিয়ে ভোট কেনা যায়, সেই দেশে আর কি আশা করবো। রাস্তায় বের হলে রিক্সাওয়ালা, সি,এন,জি ওয়ালা আর কিছু কুশিক্ষিতের কথা শুনলে গা জ্বলে যায়!

    চমৎকার একটি পোস্ট। সম্পূর্ণ একমত। 

    শুভেচ্ছা ঘাস ফুল।     

    • - ঘাস ফুল

      জনগণ, জনগণ আর জনগণ! সব কিছুর মূলে এই জনগণ! এতো পরিমাণ অশিক্ষিত আর সার্টিফিকেটধারী কুশিক্ষিত যে দেশে, যে দেশে একটা চা,  দুটো সিগারেট কিংবা এক কেজি চাল দিয়ে ভোট কেনা যায়, সেই দেশে আর কি আশা করবো। রাস্তায় বের হলে রিক্সাওয়ালা, সি,এন,জি ওয়ালা আর কিছু কুশিক্ষিতের কথা শুনলে গা জ্বলে যায়! 

      ভালো বলেছেন মিশু। কুশিক্ষিত। আপনার মন্তব্যের পর আমার আর কিছু বলার নাই। ধনবাদ। 

    Load more comments...