Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

এমন যদি হতো ! (পর্ব-৪, ক্যাটাগরি-১)

মাঝে মাঝে মনটা ভাবে

এমন যদি হতো !

বিশেষ দিবস বঞ্চিতরাই

বিশেষ করে পেতো !

যাদের কাছে নেইকো কোন

ভালবাসার মানে,

কেমন হতো হাত বাড়ালে

সেদিন তাদের পানে !

 

বন্ধু কেহ নেইকো যাদের

বন্ধু দিবসেতে,

বন্ধু ভেবে হাত বাড়াতাম

তাদের-ই পাশেতে !

কেমন হতো জড়িয়ে তাদের

ডাকলে বন্ধু বলে !

ভালবেসেই বাঁধলে তাদের

মায়ার সুখ-আঁচলে !

 

বাবা দিবস, মা-দিবসেও

বৃদ্ধাশ্রমে যারা,

একটু যদি খোঁজটা নিতাম

আছেন কেমন তাঁরা !

ছেলে-মেয়ের আদর মেখে

একটু তাদের পাশে...

জড়িয়ে নিলে কেমন হতো

তাদের ভালবেসে !

 

জীবন যাদের পথেই কাটে

ভালবাসা হীনে,

তাদের কাছে যেতাম যদি

ভালবাসার দিনে !

মুছে দিতাম এক দিনেতে

অনেক জমা ব্যথা,

কেমন হতো জানলে তাদের

মনের কষ্ট কথা !

 

ঈদ-পূজাতেও যাদের মনে

আনন্দ হয় ধূসর,

আপন কেহ রয় কি তাদের

মুছতে কষ্ট আঁচড় !

সেই তাদেরই পাশে সবে

থাকলে অবিরত !

সুখের স্রোতে ভাসতো ধরা

কেমন মজা হতো !

৩ Likes ২ Comments ০ Share ৩৬৪ Views

Comments (2)

  • - গোখরা নাগ

    শেয়ার করার জন্য ধন্যবাদ...

    - মেঘা নওশীন

    emoticonsemoticonsemoticons