Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

এন্ড্রয়েড ফোনের কন্টাক্ট সংরক্ষণ

আমরা অনেকেই ফোনের কন্টাক্ট নাম্বার নিয়ে ঝামেলাতে পড়ে থাকি।
অনেকের ফোন হারিয়ে যায় ফলে সকল কন্টাক্ট হারিয়ে যায়। তাদের জন্য (এন্ড্রয়েড ফোন ব্যাবহারকারীদের জন্য) আমার লেখাটি। আশা করি আপনাদের উপকার হবে।
আমরা অনেকেই গুগল একাউন্ট মানে জিমেইল একাউন্ট ইউজ করে থাকি। তো ফোনের ডিফল্ট গুগল,জিমেইল,গুগল প্লাস,প্লে স্টোর থেকে যদি আমরা গুগল একাউন্ট সাইন ইন করে রাখি তাহলে আমরা আমাদের কন্টাক্ট গুলো গুগলের একাউন্ট এ জমা হয়ে থাকবে। পরবর্তীতে অন্য এন্ড্রয়েড ডিভাইস দিয়ে গুগল এ সাইন ইন করলে সবগুলো কন্টাক্ট ফিরে পাব।
লগইন করার পর নাম্বার সেভ করতে গেলে অতিরিক্ত গুগলের একাউন্ট টা দেখাবে। এখানে নাম্বার সেভ করে রাখতে পারব।
এটা করার পর কন্টাক্ট এ গিয়ে নিচের দিকের  ডান অথবা বাম পাশের কী টা টাচ করলে একাউন্ট নামে একটা অপশন আসবে।তারপর ঐটাতে টাচ করলে গুগল একাউন্ট দেখাবে। তারপর গুগল একাউন্ট টা টাচ করলে কতগুলো অপশন দেখাবে। ঐগুলোতে টিক মার্ক করে দিলে  কন্টাক্ট এর পাশাপাশি ব্রাউজার এ বুক মার্ক করে রাখা ডাটা ,ক্যালেন্ডার এগুলাও গুগল সংরক্ষণ করবে।
০ Likes ০ Comments ০ Share ৬৩৬ Views

Comments (0)

  • - জাকিয়া জেসমিন যূথী

    বাহ! আপনিতো বেশ লিখতে জানেন। ভালো লাগলো। ছায়াকে বলুন, মন খারাপ না করতে। যায় দিন খারাপ, আয় দিন ভালৈ হয়। শুভকামনা রইলো ছায়ার জন্য। 

    • - আজমিরা হোসেন মেঘান

      জুথি আপু আপনাকেও ধন্যবাদ...

    - লিপু রহমান

    লেখার শুরুটা ভালো হয়েছে কিন্তু শেষটা যেন শেষ হল না ।

    • - আজমিরা হোসেন মেঘান

      কিছু গল্পের তো কখনও শেষ হয় না। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য উপস্থাপনের জন্ শিবলী সুহান লিপুemoticons.........

    • Load more relies...