Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নির্ঝর নৈঃশব্দ্য

৯ বছর আগে লিখেছেন

এন্ড্রয়েড ফোনের কন্টাক্ট সংরক্ষণ

আমরা অনেকেই ফোনের কন্টাক্ট নাম্বার নিয়ে ঝামেলাতে পড়ে থাকি।
অনেকের ফোন হারিয়ে যায় ফলে সকল কন্টাক্ট হারিয়ে যায়। তাদের জন্য (এন্ড্রয়েড ফোন ব্যাবহারকারীদের জন্য) আমার লেখাটি। আশা করি আপনাদের উপকার হবে।
আমরা অনেকেই গুগল একাউন্ট মানে জিমেইল একাউন্ট ইউজ করে থাকি। তো ফোনের ডিফল্ট গুগল,জিমেইল,গুগল প্লাস,প্লে স্টোর থেকে যদি আমরা গুগল একাউন্ট সাইন ইন করে রাখি তাহলে আমরা আমাদের কন্টাক্ট গুলো গুগলের একাউন্ট এ জমা হয়ে থাকবে। পরবর্তীতে অন্য এন্ড্রয়েড ডিভাইস দিয়ে গুগল এ সাইন ইন করলে সবগুলো কন্টাক্ট ফিরে পাব।
লগইন করার পর নাম্বার সেভ করতে গেলে অতিরিক্ত গুগলের একাউন্ট টা দেখাবে। এখানে নাম্বার সেভ করে রাখতে পারব।
এটা করার পর কন্টাক্ট এ গিয়ে নিচের দিকের  ডান অথবা বাম পাশের কী টা টাচ করলে একাউন্ট নামে একটা অপশন আসবে।তারপর ঐটাতে টাচ করলে গুগল একাউন্ট দেখাবে। তারপর গুগল একাউন্ট টা টাচ করলে কতগুলো অপশন দেখাবে। ঐগুলোতে টিক মার্ক করে দিলে  কন্টাক্ট এর পাশাপাশি ব্রাউজার এ বুক মার্ক করে রাখা ডাটা ,ক্যালেন্ডার এগুলাও গুগল সংরক্ষণ করবে। continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - জাকিয়া জেসমিন যূথী

    বাহ! আপনিতো বেশ লিখতে জানেন। ভালো লাগলো। ছায়াকে বলুন, মন খারাপ না করতে। যায় দিন খারাপ, আয় দিন ভালৈ হয়। শুভকামনা রইলো ছায়ার জন্য। 

    • - আজমিরা হোসেন মেঘান

      জুথি আপু আপনাকেও ধন্যবাদ...

    - লিপু রহমান

    লেখার শুরুটা ভালো হয়েছে কিন্তু শেষটা যেন শেষ হল না ।

    • - আজমিরা হোসেন মেঘান

      কিছু গল্পের তো কখনও শেষ হয় না। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য উপস্থাপনের জন্ শিবলী সুহান লিপুemoticons.........

    • Load more relies...

নির্ঝর নৈঃশব্দ্য

১০ বছর আগে লিখেছেন

বাংলাদেশের চট্টগ্রাম পরীক্ষা

আগামীকাল বাংলাদেশের চট্টগ্রাম পরীক্ষা। ঢাকা টেস্ট ভুলে গিয়ে নতুন বাংলাদেশ আশা করবো যাদের কাছে গত শ্রীলংকা সফর এর পারফরমেন্স খুব বেশি করে চাইব। বাংলাদেশের টেস্ট মর্যাদা খুন্ন হওয়ার পরীক্ষা উতরে গেলেও এই মুহূর্তে ঢাকা টেস্টের পারফরমেন্স আসলেই হতাশাজনক। ক্রিকেট বোদ্ধাদের মুখ সামলে রাখতে চট্টগ্রাম টেস্ট জেতা তাই  খুব জরুরি হয়ে পড়েছে। বিশেষ করে ভারতের মত স্বার্থপর ক্রিকেট বোর্ডের সব সমালোচনা রুখতে টেস্টটা জেতা খুব জরুরি। আমি মনে করি আমাদের সেইরকম সামর্থ্য অবশ্যই আছে। সাঙ্গাকারার কথাতেও বোঝা যায় আমাদের পূর্ণ সম্ভাবনা আছে টেস্টটা জেতার আর তারা বাংলাদেশকে সেইরকম পূর্ণ শক্তির বাংলাদেশ ই ভাবছে। তামিম,সাকিব,মমিনুল,নাসির,মুসফিক মোটামুটি এই কয়েক জন ভালো খেললেই জেতা সম্ভব। কালকের টেস্ট এ কয়েক জনের ভালো পারফরমেন্সই পারে প্রথমবারের মত শ্রীলঙ্কা এর বিরুদ্ধে  বাংলাদেশ এর প্রথম  টেস্ট জেতাতে। সর্বোপরি আমরা দর্শকরাও চাইব বাংলাদেশ এর জয়। পুরা বাংলাদেশ চাইবে শ্রীলঙ্কা এর বিরুদ্ধে প্রথম জয়।
continue reading
Likes Comments
০ Shares

Comments (2)

  • - সাদাত সবুজ

    বেশ ভাল লিখেছেন , কিন্তু বানানের প্রতি একটু যত্নশীল হবেন আশা করছি । ধন্যবাদ ।

    • - মোস্তাফিজুর রহমান ফরহাদ

      ধন্যবাদ । আপনার মন্তব্য আমার উৎসাহ হয়ে থাকবে।

নির্ঝর নৈঃশব্দ্য

১০ বছর আগে লিখেছেন

স্বপ্নপূরণের একটি অধ্যায়

  বান্দরবান টু নীলগিরি:
৪৭*২ কিমি পাহাড়ি পথ, ৭ ঘণ্টার ভ্রমণ ভ্রমণ খরচ ২০০০ টাকা
সকালে হোটেল থেকে বের হয়ে নাস্তা করলাম। তারপর  ৮ টায় বান্দরবান শহর থেকে আগে থেকে ভাড়া করা সি এন জি তে উঠলাম। তারপর পাহাড়ি পথে চলল আমাদের সামনে চলা। আমি আরাফাত শহিদুল তানিম আকিব এই পাঁচ জন। চারদিকে উঁচু উঁচু পাহাড়। সকালে গাছের ফাঁক দিয়ে আলো ছায়ার খেলা সত্যি অসাধারণ । সি এন জি  ছুটে চলেছে আপন গতিতে। রাস্তা গুলো এঁকে বেঁকে উঠে গেছে পাহাড়ের পথে। হটাত সাইনবোর্ডে দেখলাম নীলগিরি ৪৫ কিমি। মনে মনে বললাম আর মাত্র ৪৫ কিমি পর পৌঁছে যাচ্ছি নীলগিরি। একটু পর দেখলাম রাস্তার পাশের মাইলস্টোনে দেখলাম   চিম্বুক পাহাড় ২১ কিমি তার মানে আমরা চিম্বুকেও যাচ্ছি!!! হাঁ সেই চিম্বুক যেটা ডিটেকটিভ গল্প গুলোতে অনেক বার পড়েছি। আবারও ছুটে চলা। পাহাড়ের উপর থেকে ঠিকরে পড়ছে আলোক রশ্মি । একটু পর দেখলাম উপজাতিদের পাড়া লাইমিপাড়া।তাদের বাড়ি গুলো দেখলাম।পাহাড়ের উপরে কাঠের বাড়ি। আবারও সামনে চলা।পথে তাদের কয়েকজনকে দেখলাম ঝুড়ি পিঠে নিয়ে কর্মক্ষেত্রে বের হতে।অনেক আগে পড়েছিলাম অধিকাংশ উপজাতিরা নারীপ্রধান, মহিলারা অধিকাংশ কাজ করে।  নিজ চোখে সেটা দেখলাম মহিলারা কর্ম ক্ষেত্রে যাচ্ছে।কোথাও একপাশে পাশে পাহাড় এক পাশে খাদ আবার কোথাও দুই পাশে খাদ।  খাদগুলো  ৩০০-৪০০ মিটারের কম না।আবার দেখলাম চিম্বুক ১৩ কিমি দূরে।পাহাড়ের পাশে সারি সারি কলাগাছ দেখলাম।আরও আনারস  গাছ দেখলাম।অন্যান্য অনেক গাছ তো আছেই। কিছুক্ষণ পর আমরা চিম্বুক এ পৌঁছে গেলাম।পাহাড়ে উঠে গেলাম। উঠে পাশের পাহাড় গুলো দেখতে লাগলাম। পাহাড়ের ফাঁকে ফাঁকে সাদা মেঘও দেখলাম। সবাই নিজের ও সবাই মিলে ছবি তুললাম।তারপর দেখলাম আমরা কি রকম রাস্তা দিয়ে নীলগিরি যাব। উঁচু নিচু পাহাড় আর আঁকাবাঁকা রাস্তা... continue reading
Likes ১৫ Comments
০ Shares

Comments (15)

  • - সকাল রয়

     

    ঈশ্বর  কারো কারো  উপরে বড়ই নির্দয়!

     

    - ইকবাল মাহমুদ ইকু