Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

একুশের গান( ক্যাটাগরি ১ -সংগীত ৩য় পর্ব )

 

 

দেশজনতার ভালোবাসা ধনী গরীব মজুর চাষা

বঙ্গ মায়ের মনের আশা বাংলা সবার রাষ্ট্র ভাষা

মায়ের ভাষায় লেখাপড়া মায়ের ভাষায় গান

মায়ের ভাষায় শপথকরা রাখবো দেশের মান ।।

সবার মনে আশা ভরা  মাগো বলে জড়িয়ে ধরা

গর্জে উঠলো গঞ্জপাড়া মানিনা উর্দু  বাংলা ছাড়া

বাংলা ভাষায় কথাবলি বাংলা ভাষায় গান

বুকের রক্ত ঢেলে দিয়ে রাখল মায়ের মান ।।

উর্দুই হবে মুখের বুলি চলবে বাড়ি কোটকাচারী

বাংলা ভাষা যাওগো ভুলি উর্দুভাষায় হুকুমজারী

বাংলা ভাষায় লেখাপড়া বাংলা ভাষায় গান

বুকের রক্ত ঢেলে দিয়ে রাখল মায়ের মান ।।

একুশে ফেরুয়ারি  চুয়াল্লিশ ধারা করল জারি

বাংলার সকল নর-নারী প্রতিবাদ করল তারই  

রাষ্ট্রভাষা বিনির্মাণে বীর শহিদের অবদান

বাংলা ভাষায় কথাবলি বাংলায় করি গান।।

অত্যাচারীর অন্যায় আবদার মেনে নেয়নি  যারা 

লাল সবুজের এ পতাকার বীজ বপেছিলেন তাঁরা  

চুয়াল্লিশ ধারা ভঙ্গ করি  জীবন করলেন দান

তাঁরা  হলেন ভাষা শহিদ দেশের  সু সন্তান।।

০ Likes ০ Comments ০ Share ৪৯০ Views