Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

দিলারা জামান

৯ বছর আগে

একটু চুপ থাকুন প্লিজ

গত চার পাঁচদিনে ঢাকা শহরে কেউ চলাফেরা করেছেন? মোটামুটি অতিষ্ঠ হয়ে গেছে জনজীবন। এ্যাত জ্যাম! প্রতিটা সিগন্যালে মনে হয় কয়েকশ গাড়ী থেমে আছে। রাগে দুঃখে কষ্টে কিছু করারও থাকে না। গাড়ী ভিতর মোবাইল টিপে সময় পার করাটা যে কতটা কষ্টের তা আমার  মত ভুক্তভোগীরা জানেন। কোন জায়গায় সময় মত পৌঁছা যায় না। সব টাইম টেবিল উলোট পালোট হয়ে যাচ্ছে। অপেক্ষার প্রহর শেষ হয় না। তবে আমার মনে হয় এগুলোর চাইতেও ভয়াবহ শব্দ দূষণ। এর ফলে মানুষের উচ্চ চাপ তৈরি হচ্ছে। অসুস্থ হয়ে পড়ছে মানুষ। যেমন কালই আমি বিনা কারণে মানুষকে বকাবাকি করলাম। এমনকি এমন সব ভাষা বলেছি যা সাধারণত বলতাম না। যারা গাড়ীতে চলেন না বা যারা সাউড প্রুফ গাড়িতে ঘুরেন না তাদের অনুরোধ করছি একটা এয়ার প্লাগ কিনে নিতে। আর আপনিও খেয়াল রাখুন যে যেন আপনি নিজে যেন শব্দ দূষণ না করেন।

০ Likes ১ Comments ০ Share ৫৪৮ Views

Comments (1)

  • - দিলারা জামান

    ভাই কিছু মনে করবেন না। কবিতাটি পড়ে মনে হচ্ছে, এটা একটা লেখা যা আমি মানুষকে পড়ে শোনাচ্ছি, উপদেশ বা জিনিসটা বুঝাই দিচ্ছি। 

    • - ফাতিন আরফি

      হুম, হতে পারে। স্বাভাবিক ব্যাপার। 

    - টোকাই

    পৃথিবীর সব ব্যর্থ প্রেমিক এবং যন্ত্রণা বিভোর মানুষের মতো—
    প্রচণ্ড মৃত্যু ভালোবাসি !

    emoticons

    • - ফাতিন আরফি

      ধন্যবাদ। 

    • Load more relies...
    - সালমান মাহফুজ

    "ঈশ্বর, বন্ধু কিংবা প্রেমী—
    যাকেই তুমি একবার ভালোবাসো; সে তোমার— চিরদিনের জন্যই তোমার
    যদি তাকে দূরে সরাতে চেষ্টা করো— সে কেবল ফিরে ফিরেই আসবে— " ---- অসাধারণ বক্তব্য ।

    • - ফাতিন আরফি

      ধন্যবাদ।