Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

একটি অরাজনৈতিক ইস্টাটাস

ঘন্টুঃ কিরে মন্টু। তুই এইটা কি কাজ করলি?
মন্টুঃ কেন কি করছি?
ঘন্টুঃ পুরা এলাকা আগুন লাগায়া পুইরা দিলি।
মন্টুঃ আরে নাহ। ভাত রান্না করছি।
ঘন্টুঃ কস কি? ভাত রান্না করতে মানুষের বাড়িঘর পুরা লাগে।
মন্টুঃ আমার ভাত রান্না করা দরকার করছি। এতে কার বাড়িঘর পুড়ে গেলো আমার দেখে কাজ নাই।
ঘন্টুঃ কেন। তুই তো চুলাতে তে রান্না করতে পারতি। খড়ের গাদায় আগুন দিয়া কেউ ভাত রান্না করে?
মন্টুঃ কেউ করে না। আমি করি। চুপি চুপি চুলায় বইসা রান্না করলে কি কেউ দেখতো? যাদের জন্য রান্না করছি তারা তো জানলো আমি তাদের জন্য কি করতে পারি? বাকীদের কি হইলো আমার দেখা দরকার নাই।।



০ Likes ১৯ Comments ০ Share ৪৪৪ Views

Comments (19)

  • - মাসুম বাদল

    সব পৌষ এমনটি হয়না

    সব নারীও নেয় নাকো ঠাই পুরুষের চোখে

    সাঁঝ বেলাকার পৃথিবীর ভিড়ে

    বাংলার হাড় কাঁপানো শীতের আঙ্গিনাতে ।।

    - আলমগীর সরকার লিটন

    কবিতার মাঝে প্রাণ আছে--

    অসাধারন---

    - রোদেলা

    সামু থেকে পড়ে এলাম,ভীষন ভালো লাগলো ।

    Load more comments...