Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

একটা ধোলাই দিবস চাই (প্রতিযোগিতা/২০১৬, ক্যাটাগরি-১)

শুনে যাচ্ছি নিত্য নিত্য

প্রপোজ দিবস হাজার দিবস

শুনলে আমার জ্বলে পিত্ত

অস্থির চঞ্চল মন যে বিবশ।

 

অশুদ্ধতার সকল দিবস

পালন করতে সদা উন্মুখ

পাপের পথেই খুঁজে তারা

জীবন পথের রঙধনু সুখ!!

 

উঠতি তরুণ রক্তের গরম

যেমন খুশি অশ্লীল পথে

যাচ্ছে তাদের ইচ্ছেমতো

উঠে বসে পাপের রথে।

 

চুমু দিবস গোলাপ দিবস

আমারো একটা চাই দিবস

সেই দিবসের নাম দিতে চাই

ধরো মারো ধোলাই দিবস।

 

চুমাচুমির দৃশ্য দেখলে

ধরো তারে দাওরে ধুলাই

দু'কান ধরে মোছড় দিয়ে

বাপের নামটি তার দেও ভুলায়।

 

সকল দিবস ধুলায় মিশবে

মাইরের উপর নাইরে ঔষধ

অবশেষে যদি তাদের

ফিরে আসে শুদ্ধতার বোধ।

 

মনের মাঝে মরণ চিন্তা

ফিরে আসুক সকল ভুলে

শালীনতার মাঝে থেকে

উচ্ছ্বাস কুঁড়াও প্রাণটি খুলে।

৪ Likes ৩ Comments ০ Share ৩৮২ Views

Comments (3)

  • - গোখরা নাগ

    খুব  খুব ভাললাগা জানালাম...