Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নীল সাধু

১০ বছর আগে

এক রঙ্গা ঘুড়ি'র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সু সম্পন্ন :: ২০১৩

আপনাদের সবার অংশগ্রহণ এবং সম্মিলিত সহযোগিতায়
এক রঙ্গা এক ঘুড়ির উদ্যোগে এবং নক্ষত্র ব্লগ, ঢাকা ওয়েব হোষ্ট এর সহযোগিতায় সুসম্পন্ন হয়েছে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম :: ২০১৩।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামে এবং উত্তর লক্ষ্মীপুর থানা-কান্দি গ্রামের পীড়বাড়ী দরবার শরীফে দু দফায় ২৫০ পিস কম্বল, সোয়েটার, জ্যাকেট সহ অন্যান্য পুরনো কাপড় মিলিয়ে প্রায় ১২০০ লোকের কাছে বিতরণ করা হয়েছে এই শীতবস্ত্র!

মানবিক এক কাজে যারা পাশে এসে দাঁড়িয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।
ভালোবাসা জানাই এক রঙ্গা এক ঘুড়ি, নক্ষত্র ব্লগ এবং ঢাকা ওয়েব হোষ্ট এর পক্ষ থেকে উপস্থিত স্বেচ্ছাসেবীদের।

কিছুটা বৈরী পরিস্থিতি মোকাবেলা করেও আল্লাহর অশেষ রহমতে মানবিক কাজটি সুসম্পন্ন করতে পারায় আমি ব্যক্তিগতভাবে আনন্দিত। সকলের জন্য ভালোবাসা রইলো।

এক রঙ্গা এক ঘুড়ি'র সঙ্গে থাকুন। মানবিক মানুষ হয়ে উঠুন। ধন্যবাদ। 

 

[ছবি পোষ্টটি 'আত্মপ্রচারনা' নয় বা বিশেষ কোন 'ভাব' নেবার উদ্দেশ্যে দেয়া হয়নি। সবাইকে এমন মানবিক কাজে উদ্বুদ্ধ করনের জন্য দেয়া হয়েছে, পাশাপাশি যারা এই কার্যক্রমে যুক্ত তাদের জ্ঞাতার্থে দেয়া হয়েছে

আপনারা জেনে আনন্দিত হবেন মানবিক এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমের অংশ হিসেবে ২০০৭ থেকে এক রঙ্গা এক ঘুড়ি'র উদ্যোগে নিয়মিতভাবে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে] 

 

এক রঙ্গা ঘুড়ির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সুসম্পন্ন ::২০১৩ পুরো এলবামের ছবি দেখতে ক্লিক করতে পারেন এই লিংকে।
এক রঙ্গা এক ঘুড়ি ফেসবুক লিংক

০ Likes ৩৩ Comments ০ Share ৭৬৮ Views

Comments (33)

  • - শহীদুল ইসলাম প্রামানিক

    ভাল লাগল। সুন্দর গল্প। ধন্যবাদ

    - রুদ্র আমিন

    ভাবনা গুলো সুন্দর, পড়ে ভাল লাগল। শুভরাত্রি।

    - লুৎফুর রহমান পাশা

    আপনার গল্প গুলো পড়ছি। একটা বিষয় দাড় করিয়েছি আমি। আপনার একটা নির্দিষ্ট বিষয় নিয়ে একটা ফরমেট তৈরী করে নিয়েছেন। টোনটা আমার ভাল লেগেছে। আগের গল্পটা পড়ে বেশ ভাল লেগেছে।

    শুরুতে এই গল্পটায় একটা টান টান উত্তেজনা ছিল। শেষে এসে বেশ খাপছাড়া লেগেছে ফলে শেষটায় এসে হতাশ হয়েছি। এটা ইচ্ছাকৃত নাকি তাড়াহুড়ো আমি ঠিক বুজতে পারিনি। আশাকরি পরের বার হতাশ হতে হবেনা।

    • - শহীদুল ইসলাম প্রামানিক

      ধন্যবাদ ভাই গোলাম মোস্তফা। শুভেচ্ছা রইল।

    Load more comments...