Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

এক কৃষক বাবার ভয়

গ্রামের কৃষকটা আজ ভয় পাচ্ছে, বড্ড বেশি ভয় পাচ্ছে।
ওর তিল তিল করে গড়ে ওঠা স্বপ্নটা আজ ডানা
মেলে উড়তে ভয় পাচ্ছে।
রোদে পোড়া, বৃষ্টিতে ভেজা ওর শরীরটা ভয়ে শিউরে উঠছে,
ওর লাঙ্গল ধরা শক্ত হাতটা আজ ভয়ে কাঁপছে।
জীবন যুদ্ধের লড়াকু সৈনিকটা আজ ভীতু, বড্ড বেশী ভিতু।

গ্রামের কৃষকটা ওর জিপিএ ৫ পাওয়া
ছেলেটাকে শহরে পাঠাতে ভয় পাচ্ছে।
ওর ভয়, প্রিয় সন্তানটা ডাক্তার, ইঞ্জিনিয়ার
হতে গিয়ে হালের গরু হয়ে ফিরবে কিনা?
ওর ভয়, এই ছেলেটা ওকে বাবা বলে
ডাকতে লজ্জা করবে কিনা?
ওর ভয়, শহুরে সভ্যতার মাঝে গিয়ে 
ছেলেটা অসভ্য হয়ে উঠবে কিনা?
ওর ভয়, শহুরের মেমদের হাত ধরে মাটির
ছেলেটা পাথরের সাহেব হয়ে উঠবে কিনা?
ওর ভয়, গ্রামের ছেলেটা শহুরের নর্দমায়
হারিয়ে যাবে কিনা? গ্রামে আর ফিরবে কিনা?

গ্রামের কৃষকটা আজ সত্যি ভয় পাচ্ছে,
ও আজ সিদ্ধান্ত নিতে পারছে না। ওর হাত কাঁপছে,
বুক ধুক ধুক করছে। ওর স্বপ্নগুলো বিলিন হয়ে যাচ্ছে।
ও কি ওর জিপিএ ৫ পাওয়া ছেলেটাকে শহুরে পাঠাবে?
নাকি ওর হাতে লাঙ্গল ধরিয়ে দেবে?

০ Likes ৭ Comments ০ Share ৫৫৬ Views

Comments (7)

  • - মনির হোসেন মমি(মা মাটি দেশ)

    অথবা হরতালে কার্য্যকারিতা নিদিষ্ট করা যেতে পারে।

    • - গোলাম মোস্তফা

      monir vai salam ......................ও শুভকামনা জানবেন 

      ধন্যবাদ আপনাকে 

    - নীল সাধু

    ধন্যবাদ সুপ্রিয় গোলাম মোস্তফা। 

    স্বাগতম।

    প্রতিবাদী কবিতা নিয়ে নক্ষত্রে ব্লগে আপনার যাত্রা শুরু হয়েছে - ভালো লাগা রইলো। 

     

     

    • - গোলাম মোস্তফা

      নীলদা কেমন আছেন ? অনেক অনেক শুভকামনা রইলো ...................

    - চারু মান্নান

    Bha dharun,,,,,,,,,,

    • - গোলাম মোস্তফা

      গুরু সালাম কেমন আছেন ? 

      শুবকামনা রইলো 

       

       

    Load more comments...