Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মাটির ময়না

১০ বছর আগে

এই রোগটা আমার নতুন বললে ভুল হবেনা...

কখনো যদি মনে হয় বেচেঁ আছি তখন জানালা খুলে কথা বলি  সন্ধাতারার সাথে, অযথা তাকিয়ে দেখি এন্টেনার ফাদেঁ আটকে যাওয়া ঘুড়িটাকে। জানালার ফাকঁ গলিয়ে জোসনার আলো গায়ে পড়লেই যেন বুঝতে পারি আমি বেচেঁ আছি... কারো অপেক্ষায় আছি।

 

এই রোগটা আমার নতুন বললে ভুল হবেনা,

জোসনা বিলাস ভেবেছিলাম সঙ্গী হবেনা

রাত বিরাতে সিগারেটের ধোঁয়া খেলাটা ছেড়ে যাবেনা।

পথের মোড়ে মাতাল বুড়োর খিস্তি,

তোকে আদরে চুমু খাবার স্বস্তি,

সব কিছু তাই ছেড়ে ছুড়ে দিয়ে যাযাবর হবার

ইচ্ছেটা আর আলো দেখবে না, আলো দেখবে না।

এই রোগটা আমার নতুন বললে ভুল হবেনা। 

 

আগের যে রোগটা ছিলো, বড্ড বেশী প্রিয় ছিল

তোকে নিয়ে সকাল সন্ধ্যা ভাবনা খেলা

নয়টা-পাচটার চাকরী ফেলে কাটিয়ে দিতাম সারাবেলা।

ফোনে ফোনে কথার মেলা... সে কতোদুর

প্রেম জীবনে জল জমে জমে এক সমুদ্দুর।

তোকে নিয়ে বৃষ্টি দিনে হোড ফেলে দিয়ে রিকশা ভ্রমন

হাত ছুঁয়ে দিলেও কষ্টটাকে  সুখ বলে

চালিয়ে দিতাম মন বাজারে যেমন তেমন।

এই যে আমার রোগটা ছিলো, বড্ড বেশী প্রিয় ছিলো।

 

এখন যে রোগ হয়েছে তা নতুন বললে ভুল হবেনা

রাতের বেলায় খুব পিপাসায় পানি চাইলে

কেউ দিবেনা, কেউ দিবেনা।।

অনেক জ্বরে ককিয়ে উঠলে কপাল জুড়ে

ভালোবাসার হাতটা এখন কেউ বুলায় না।

এই রোগটা আমার নতুন বললে ভুল হবেনা

তুই ভালো থাকলে আমার বুকে এক চিলতে

সুখ আসতে ভুল হয়না, ভুল হয়না।

এই রোগটা আমার নতুন বললে ভুল হবেনা।

০ Likes ১৩ Comments ০ Share ৬৮০ Views