Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

এ মন কেবলই হারাতে চায়.................

আমি কেবলই ছুটে যাই
নুড়ি মাখা পথে,
নীলের পানে
সবুজের আহবানে।

এ মন কেবলই হারাতে চায়
ওই দূর দূরান্তে
শান্ত নদীর স্রোতে
উত্তাল সমুদ্রের ঢেউয়ে।

এ হ্রদয় কেবলই ব্যাকুল হয়ে রয়
মেঘের আবেশে
বেলীর সুরভিতে
মাতাল হবার আশায়।

আমি কেবলই হারাতে চাই
আকাশের বিশালতায়, রঙধনুর রঙে।
গোধূলির লালিমায়,
বিহঙ্গের ঢঙে।

০ Likes ০ Comments ০ Share ৫৬১ Views

Comments (0)

  • - দীপঙ্কর বেরা

    ভালই। ভোট দিলাম। 

    • - শাহআজিজ

      ধন্যবাদ

    - রুদ্র আমিন

    ক’ ধাপ নিচেই পুড়ছিল শেষহীন শেষের কাব্যমালা 
    আমাদেরই ইচ্ছায় - স্বেচ্ছায় চির নির্বাসনে ! 

    ভালো লিখেছেন ভাইজান। 

    • - শাহআজিজ

      ভাল লাইনগুলো টেনে বের করেছ ।