Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ঊন কেন উন হবে

 

“বাংলা একাডেমী প্রমিত বাংলা বানানের নিয়ম” অবলম্বনে লিখিত।

ঊন কেন উন হবে
ঊন মানে কম।
নতুন নিয়ম শিখতে গিয়ে
যাচ্ছে চলে দম।

চল্লিশের কম ঊন হলে
হ্রস্ব-উ কেন হবে
একাডেমি নিচ্ছে কোথায়
ভাবুন এবার সবে।

কখনো বা দীর্ঘ বলে
কখনো বা হ্রস্ব
আজকে যেটি শুদ্ধ বলে
ভুল হবে তা পরশু।

যেমন বলে লিখতে দেশি
কখনো বা দেশী
দেশি দেশী ভাবতে গিয়ে
যাচ্ছে ঝরে কেশই।

রাণী কেন রানী হবে
হলে হবে রানি
দীর্ঘ ঈ-কার থাকলে পিঠে
রানী কি আর মানি।

তেমনতর অসঙ্গতি
দিনে দিনে বাড়ছে
যা শিখেছি সরল মনে
তারাও আমায় ছাড়ছে।

আগেই দেখি ভালো ছিল
নতুন নিয়ম এসে
যা জেনেছি শুদ্ধজ্ঞানে
ভুল হয়ে যায় শেষে।

বেঁচে থাকুক একাডেমি
বেঁচে থাকুক বাছা
নিয়ম ছাড়া তোমার তালে
আর হবে না নাচা।

নিয়ম  এবং তথ্য জেনে
বানানগুলো শিখব
তা না হলে ভুলেভালে
নিজেরমতো লিখব।
১ Likes ১৪ Comments ০ Share ৫৭০ Views

Comments (14)

  • - রোদেলা

    বেশ গোছানো লেখা।ভালো।

    - আহমেদ ইশতিয়াক

    থ্যাঙ্কু থ্যাঙ্কু ... 

    - রুদ্র আমিন

    মোটামুটি ভাল লেগেছে..আর ও ভাল পাব বলে আশা করছি।

    Load more comments...