Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"উদ্যেশ্যহীন অসম্পূর্ন টুকরো ভাবনা"

১ #

আমার ফাঁসি হবে আগামি কাল

আমার অপরাধ?

আমি পৃথিবীর সর্বশেষ

দুটি বৃক্ষের একটিকে

মনের ভুলে হত্যা করেছি,

অপরটিকে কালো ধোয়ায়

আবদ্ধ করে রেখেছি অনেকটা সময় ধরে।

 

 

২ #

 

 

তোমার চোখেও কি নামে বিস্তির্ন ঘুম?

অনেকটি কাল ধরে এ মাঠের প্রান্তে

বাঁশ বাগানের চূড়োয় চাঁদটাকে

অবহেলা করে তার ঠিক নিচেই

অপেক্ষায় রয়েছি বহুদিন।

 

 

৩ #

ভূলে যাওয়া সবুজ স্তব্ধ হয়ে আসে

নিভে যাওয়া আলোয়

গা ঠেকিয়ে দাড়ায়

নগরীর শেষ দেয়ালটি জূড়ে।

 

৪ # 

ভালোবাসলে ভালোবাসা পেতে হবে

এমন তো কোন কথা নেই,

তোমার ঘৃণা টুকুই দাও,

সাক্ষি রইলো এক আকাশ জোছনা 

সাক্ষি রইলো একটি প্রেমের কবিতা।

রক্ত ঝরুক আমার বুকে,

রক্ত ঝরুক তোমার হাতে,

কি আসে যায়?

 

৫#

রোদে পোড়া বৃষ্টিতে ভেজা

ক্ষয়ে যাওয়া

আমার বিবেকটি ও আজ বিক্রি করে দিলাম,

ক্ষদ্দের ছিলো চৌদ্দ কোটি মানুষ।

 

৬ #

গোলক ধাঁধার মত সম্পর্কগুলোর

পিছু পিছু ছুটছি,

একটু একটু করে বুঝতে চেষ্টা করে

হারিয়ে আসছি পথে।

আমায় ঘিরে থাকা জোছনাগুলো

থর থর করে কাপছে,

আত্মার নির্যাস ক্রমেই শুকিয়ে আসছে।

আর আমি ভাবি,

কুকুর হয়ে জন্মালেই বুঝি ভালো হত

লেজ নেড়ে নেড়ে ভালোবাসা প্রকাশ করতে পারতাম।

 

৭ #

শেষবার রক্ত পান করেছিলাম

এক হাজার বছর আগের পূর্নীমায়,

আবার পান করব

এক হাজার বছর পরের পূর্নীমায়,

আর এই পূর্নীমায় আমার শিকার তুমি।

আজ পূর্নীমা,

আজ জোছনার বদলে রক্ত ঝরবে চাঁদের বুকে।

৪ Likes ৮ Comments ০ Share ৬২২ Views

Comments (8)

  • - নীল সাধু

    আরে ইকু - তুমিতো বেশ লিখো

    বাহ! আমার কাছে খুব ভালো লাগোল।

    শুভেচ্ছা জেনো। ভালো থেকো

    • - ইকবাল মাহমুদ ইকু

      দাদা , আপনার ভাল লাগলো জেনে আমার ও ভাল লাগলো :) ধন্যবাদ :) 

    - অনিন্দ্য অন্তর অপু

    কিছু অনুভূতি, কিছু ভাবনার প্রকাশ এমনি ভাবেই থমকে দেয় ।

     

    অসাধারণ কিছু কথা মালা ...

     

    কিছু বানান ভুল আছে । ঠিক করে নেবেন 

    • - ইকবাল মাহমুদ ইকু

      বানানের জন্য সেই ছোট বেলা থেকেই দৌড়ের উপর আসি... :P :P চেষ্টা করব যতটুকু সম্ভব ঠিক রাখার, আপনাকে ধন্যবাদ :)  

    - আল ইমরান

    ছোট ছোট পংতি গুলো লুকিয়ে রেখেছে অনেক বড় বড় ভাবনা। শুভকামনা 

    Load more comments...