Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ইলেক্ট্রনিক্সের হাতে-খড়ি

প্রিয় বন্ধুরা । কেমন আছ । আমি ঢাকা পলিটেকনিকের ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র । ইলেক্ট্রনিক্সের জটিল জটিল বিষয় সমূহ সহজ করে বোঝানোর জন্য আমার এই চেষ্টা ।  আশা করি  ইলেক্ট্রনিক্সের জটিল বিষয় গুলো খুব সহজে সকলের উপযোগী করে উপস্থাপন করতে পারব । শুধু মাধ্যমিক শ্রেণীর পদার্থ বিজ্ঞানের ধারনা থাকলে যে কেউ এই কোর্সটি বুঝতে পারবেন । সহজে বোঝানোর জন্য ছবি উদাহরণ এবং ভিডিও ব্যবহার করা হবে । তাহলে শুরু করা 

ইলেক্ট্রনিক্স বর্তমান বিজ্ঞানের অগ্রগতির পথে প্রধান হাতিয়ার । বর্তমানে সব কিছুয় ইলেক্ট্রনিক্স সিস্টেমের মাধ্যমে নিয়ন্রিত হচ্ছে ।আমাদের ব্যবহার করা মোবাইল ,ক্মপিউটার ,টেলিভিশন সবয় ইলেক্ট্রনিক্স যন্ত্র । তাই সকলের কাছে এই ইলেক্ট্রনিক্সকে সহজ ভাবে উপস্থাপনের উদ্দেশ্যেয় এই লেখা ।  সপ্তাহে ২টি করে লেখা দেওয়ার চেষ্টা করব । এখানে বেসিক থেকে শুরু করে অ্যডভান্সড লেভেল পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার চেষ্টা করব । আশাকরি ইলেক্ট্রনিক্সের  প্রতি আগ্রহীদের উওকারে আসবে । 

কোর্সের বিষয়বস্তু

১) ইলেকট্রনিক্সের ধারনা

২)AC ও DC কারেন্ট

৩)কারেন্ট , ভোল্টেজ ও রেজিসেটেন্স

৪)ওহমের সূত্র

৫)ওহমের সূত্রের প্রয়োগ

৬) ইলেক্ট্রনিক্স ডিভাইস

৭) ডায়ডের ব্যবহার

৫)রেক্টিফায়ার

৬)ট্রানজিস্টরের ব্যবহার

৭)অ্যম্লিফায়ার

৮) ট্রানজিস্টর দিয়ে সুইচিং

৯) বিশেষ ধরণের ট্রানজিস্টর

১০) ট্রানজিস্ট বায়াসিং

১১) ক্যপাসিটর

১১)ইলেক্ট্রনিক্স হ্যান্ড টুলস

১২) ইলেক্ট্রনিক্স মেজারমেন্ট টুলস

১৪) ভোল্টেজ ডিভাইডার

১৫ ) সোল্ডারিং আয়রনের বব্যবহার 

১৬) নাম্বারিং সিস্টেম-ডেসিমাল-বায়নারি-হেক্সা ডেসিমাল 

১৬) ডিজিটাল ইলেক্ট্রনিক্সের ধারনা

১৭) ডিজিটাল ক্মপিউটার 

১৮)ক্মপিউটার আর্কিটেকচার

১৯)মাইক্রকন্টলার 

২০)ক্মপিউটার কন্ট্রল সিস্টেম 

২১)সি প্রগ্রামিং 

২২)সিমুলেশান এন্ড ডিজাইন 

২৩)পিসিবি ডিজাইন উইথ ই-ক্যাড

২২)বেসিক ম্যকানিক্স 

২৩)রোবটিক্স 

০ Likes ০ Comments ০ Share ৯৮৭ Views

Comments (0)

  • - মোঃসরোয়ার জাহান

    valo laglo

    - প্রহেলিকা

    ভালো লাগা রেখে গেলাম। শুভেচ্ছা জানবেন। 

    - ছড়াবাজ

    ভালো কথার নাইকো ভাত,
    দেশটা এমন, বাংলা জাত!
    সবখানেতে দ্বৈত-প্রমিত,
    সবাই ভুল, রাজায় ঠিক!!

    দ্বৈত-প্রমিত = Double Standard.