Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

(ইবোলা ভাইরাস) - সচেতন হউন এখনই

ebola virus (ইবোলা ভাইরাস)
এখন পর্যন্ত বিশ্বে এর কোন ভেকসিন আবিস্কৃত হয়নি... !!!

>>সচেতন হউন-সচেতন হউন এখনই<<

***আফ্রিকার কিছু নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্য ইবোলা ছড়িয়ে পড়ার জন্য দায়ী । আমাদের দেশে শিক কাবাব, গ্রীল-নান যে রকম লোভনীয় মজাদার খাবার ঠিক তেমনি আফ্রিকায় “বুশমিট” প্রচলিত । “বুশমিট’’ হচ্ছে আফ্রিকার জঙ্গলে পাওয়া বানর, বাদুড়, হরিণ জাতীয় প্রাণী যেগুলো শিকারীরা পুড়িয়ে বাজারে বিক্রি করে । ধারণা করা হয় ইবোলা ভাইরাসের উৎস হলো বুশমিট বা বাদুড় জাতীয় প্রাণী ।

***ইবোলা রোগীর রক্ত, দেহ নিঃসৃত যে কোন পদার্থে থাকা প্রচুর পরিমাণ জীবাণু এক সাথে অনেককে আক্রান্ত করে ।।

***যারা ইবোলার কারণ- লক্ষণ- প্রতিকার এর ছবি দেখতে চান তারা  এই লিঙ্ক এ দেখুন
https://www.facebook.com/permalink.php?story_fbid=1576381679256453&id=1468565596704729

***যারা বাংলাদেশি এক ডাক্তারের ( ‪#‎মোহিব_নীরব‬) নিজস্ব উপলব্ধি জানতে চান তারা  এই লিঙ্ক এ দেখুন - https://m.facebook.com/story.php?story_fbid=10204073357490466&id=1120462926&refid=17&__tn__=*s

***যারা ইবোলার ভয়াবহতা সম্পূর্ণরুপে বুঝতে চান তারা ( ‪#‎ইনকগনিটো‬ ভাই এর পোস্ট পড়ুন) এই লিঙ্কে যান- https://www.facebook.com/incognitorulz/posts/4545357049805

তাছাড়া Google করলে সব তোঁ জানা যাবেই । মোট কথা এই মরণঘাতী ভাইরাস সম্পর্কে জানুন...।।
‪#‎সচেতন_হউন‬

সময় আছে এখনও ।।

সবশেষে বাংলাদেশ সরকারের প্রস্তুতিমূলক ব্যবস্থাগুলো লিখছিঃ
১/ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২০ বেডের একটি ইবোলা ওয়ার্ড প্রস্তুত আছে
২ /বাংলাদেশের মোট ২৫ টি স্থল+বিমানবন্দর+সমুদ্র বন্দরে মেডিকেল টিম কাজ করছে
৩ /ব্যক্তিগত সুরক্ষা পোশাক প্রত্যেকটি মেডিকেল টিম এবং আক্রান্ত দেশগুলোতে বাংলাদেশের শান্তি রক্ষী
বাহিনী যেখানে কাজ করে সেখানে দেয়া আছে
৪/ ইবোলা আক্রান্ত দেশগুলো থেকে যারা বাংলাদেশে আসছেন এরকম দেশী বিদেশী নাগরিকদের ২১ দিন পর্যন্ত ফলো আপে রাখা হচ্ছে
৫/ IEDCR/DGHS জাতীয়, জেলা এবং উপজেলা পর্যায়ে চিকিৎসকদের ট্রেনিং দিচ্ছে।
৬/ 24/7 হটলাইন চালু আছে যে কোন সময় কোন অজ্ঞাত রোগের প্রাদুর্ভাব হলে জানানোর জন্য
৭/ প্রয়োজনীয় সকল ঔষধ পত্র প্রস্তুত রাখা হয়েছে ।

আল্লাহ্‌ আমাদের রক্ষা করুক ।। আমিন ।।

কৃতজ্ঞতাঃ ‪#‎Rahanuma_Sarahআপু‬ এবং ‪#‎ইনকগনিটো_ভাই‬

০ Likes ৩ Comments ০ Share ৫৩১ Views