Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মেঘলা মেয়ে

৯ বছর আগে

ইন্টারনেটের ‘শব্দ’ শুনতে পান সোয়াইন!

ওয়াইফাই নেটওয়ার্কের শব্দ কেমন? প্রশ্নটি অদ্ভূত শোনাচ্ছে নিশ্চয়ই। কিন্তু বাস্তবে এমন নেটওয়ার্ককে শ্রবণযোগ্য শব্দে রূপান্তর করতে পারেন ফ্রাঙ্ক সোয়াইন।

লন্ডনের সাংবাদিক সোয়াইন যখন ২০ বছরের টকবগে তরুণ তখন থেকে তিনি শ্রবণশক্তি হারাতে শুরু করেন।

এরপর তিনি সিদ্ধান্ত নেন, প্রযুক্তিকে ব্যবহার করে এই প্রতিবন্ধকতাকে পরাজিত করবেন। আর সেই প্রতিজ্ঞা থেকেই একটি ডিভাইস তৈরি করেন যার মাধ্যমে ওয়াইফাই নেটওয়ার্কের অস্তিত্ব তার কাছে শব্দ হিসেবে ধরা দেয়।

এই শব্দ উৎপন্ন হয় মূলত রাউটার লোকেশন থেকে। আর শব্দটি একটি ক্লিকের মতো। যার তীব্রতা সিগনাল স্ট্র্যানথের ওপর নির্ভর করে।

তিনি মধ্য লন্ডনে বিবিসির সম্প্রচার কেন্দ্রের চারপাশে এমন একটি ওয়াইফাই এলাকার মানচিত্র তৈরি করেছেন।

ফ্যানটম টেরাইনস (Phantom Terrains) নামে এই যন্ত্র যেকোনো ওয়ারলেস নেটওয়ার্কের অস্তিত্বকে শব্দে রূপান্তর করতে পারে। যন্ত্রটি হেয়ারিং এইডের মতো কানে লাগিয়ে রাখেন সোয়াইন।

ওয়াইফাই সংশ্লিষ্ট তথ্য যেমন: রাউটার নেম, ড্যাটা রেট এবং এনক্রিপশন মুডের জন্য নির্দিষ্ট শব্দ অ্যাসাইন করা থাকে। এটি প্রথমে ফোনে যায় এবং সেখান থেকে হেয়ারিং এইডে গিয়ে ওই নির্দিষ্ট শব্দ তৈরি করে।

শব্দের তীব্রতা নির্ভর করে সংকেতের শক্তি, গতিমুখ, নাম এবং নেটওয়ার্কের নিরাপত্তা ব্যবস্থার ওপর।

যেমন: দূরবর্তী সংকেতের শব্দ হয় ক্লিকের মতো। আর নেটওয়ার্কের শক্তি যতো বাড়ে শব্দও ততো ঘন ঘন হয় এবং এক সময় নিরবচ্ছিন্ন গানের মতো শুনায়।


০ Likes ০ Comments ০ Share ৪১১ Views

Comments (0)

  • - রব্বানী চৌধুরী

    অনেক জানা হলো,  শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা জানবেন, ভালো থাকবেন।