Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নীল সাধু

১০ বছর আগে

আয় তুই কাছে আয়, আদর করে দেই!

আয় তুই কাছে আয়
আদর করে দেই
কপালের চুল এলোমেলো করে
একটু তোর
বুকের গন্ধ নেই।

ত্রস্ত পায়ে সরে যাস
ভয়ে ভয়ে তাকাস
কেনরে?
আমি কি তোর পর?
আয় তোকে আজ দেখাই
ভালবাসার প্রলয় এক ঝড়।

কি দেখিস তুই অবাক চোখে
পাগল পাগল লাগছে
আমিতো কবেই উন্মাদ
ছন্নছাড়া
আজকে নাহয় হলাম একটু বাঁধনহারা।

কাছে আয়
বুকে আয়
সাত সমুদ্দর দেব পাড়ি
মেঘের দেশে বানাবো আজ
ভালবাসার বাড়ী।

কই যাস?
ওদিকে নয়
এদিকে আয়
ভালবাসায় যাই ডুবি
আদর করে দেব আজ অজস্র চুমি।

জানিস না তুই
আমার আমিতো তোরই
তোকে ছাড়া আমি যে শূন্য
আজকে নাহয় হলাম একটু বন্য।

আয় তুই কাছে আয়
দূরে থাকিস না
তোর গায়ের গন্ধ আজ
লুকিয়ে রাখিস না।

 

*

কবিতাটি আমার প্রথম কাব্যগ্রন্থ জলজ ছায়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন লেখালেখি বন্ধ তাই পুরনো একটা কবিতা দিলাম।    


জলজ ছায়ায়
নীলসাধু [কাব্যগ্রন্থ]
প্রকাশক: এক রঙা ঘুড়ি।
প্রচ্ছদ: সাইদুর রহমান চৌধুরী

০ Likes ৩১ Comments ০ Share ১৩০৮ Views

Comments (31)

  • - ঘাস ফুল

    সংকাশ দ্বিতীয় বর্ষ//দ্বিতীয় সংখ্যার সকল লেখকের জন্য রইলো অভিনন্দন ও শুভেচ্ছা। শেয়ার করার জন্য ধন্যবাদ কালের পুতুল। 

    • - ধ্রুব তারা

       ধন্যবাদ

    - আল ইমরান

    সফলতা কামনা করছি।

    • - ধ্রুব তারা

      ধন্যবাদ

    - তাহমিদুর রহমান

    শুভকামনা 

    • - ধ্রুব তারা

      ধন্যবাদ

    Load more comments...