Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নীল সাধু

১০ বছর আগে

আলিঙ্গনের তুমুল ইচ্ছে এবং কুর্চি ...

আলিঙ্গনের তুমুল ইচ্ছেটা বৈশাখের একলা দুপুরে
রাধাচূড়ার হলদে আভায় ভেসে কুর্চির শাড়ির সবুজ আঁচলে মিশে যেতে থাকে!

শাড়ির ভাজে ভাজে ক্রমাগত আগুন রঙের নকশা আকে সে!
বোতাম আটা ব্লাউজের ঘাড় গ্রীবা বেয়ে পড়া লোনা ঘাম মুক্তো জমায়!
নাভির উপরেই কপোতাক্ষ নদীর বেভুলো অতল খাদে সর্বনাশের ইচ্ছেরা ডুব দেয় অক্লেশে!
দেয়ালের ওপাশে কামরাঙ্গা গাছের ডালে বসে অবাক শালিক দেখে কুর্চির নিরাভরণ গা।

জানালার শিক ধরে হেটে আসে বিকেলের নরোম রোদ!
নগ্ন হাতের পাশে ছড়িয়ে পড়ে থাকা কুর্চির এলো-চুলের গন্ধ মাখে!
কালো-বনে হেটে বেড়ায় সুহাসিনী আঙ্গুল! ছুঁয়ে ছুঁয়ে বাড়তে থাকে পুলক ঘড়ি! জ্যামিতিক অবয়বে মিশে যায় কোন লম্ব!
সমান্তরাল দেহ বিলীন!
কুর্চির পানি রঙ্গা সুখের আয়না লিপস্টিকের ছোপ ছোপ সুখ দাগে ভরে উঠে।

ভাস্কর্যের প্রতি ইঞ্চি জুড়েই নিপুণ কৌশলে ফুটে উঠতে থাকে চিহ্নসকল!
মেলে ধরা জল-পদ্মে সেই সন্ধ্যায় ডুবে যায় বৈশাখী দুপুরের সকল ক্লান্তি! কুর্চির সবুজ আঁচলের শাড়ি পরে থাকে দূরে!
বকুলের গন্ধে বিভোর রাত পাখিটি ঘুমিয়ে পরে পরম নির্ভরতায়!
নক্ষত্রের দল জোনাকদের নিয়ে কুর্চির উঠোন মাতিয়ে রেখেছিল রাতভর!

১ Likes ৭ Comments ০ Share ৫৫৭ Views

Comments (7)

  • - নীল সাধু

    শুভেচ্ছা সুপ্রিয় মোসাদ্দেক

    বেশ ভালো লাগছে দেখে। এই ব্লগ কিছুদিন আগে যাত্রা শুরু করেছে।

    আমরা অনেকেই আসি। লিখি। পড়ি। তবে নবীন ব্লগ - এখণো জোরসে চলা শুরু করেনি। আমরা সবাই অনেকটা সময় দিলেই চাংগা হয়ে উঠবে বলে মনে করি আমি।

     

     

    শুভেচ্ছা সতত

    - ‍মোঃ মোসাদ্দেক হোসেন

    ব্লগটি এগিয়ে যাবে এই প্রত্যাশা রইল...


    যতটুকু সম্ভব সময় দেয়ার চেষ্টা করব...

    শুভকামনা রইল অ‍বিরাম প্রিয় নীলসাধু

    - লুৎফুর রহমান পাশা

    পুরনো ব্লগারদের দেখে ভাল লাগছে। ব্লগিং করুন। সকল অপশন গুলো ব্যবহার করুন এবং মতামত জানান

    • - ‍মোঃ মোসাদ্দেক হোসেন

      হ্যাঁ আছি আপনাদের সাথে পাশা ভাই...

      শুভকামনা জানেবন...

    Load more comments...