Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আমিও তোমাদের মতো

আমিও তোমাদের মতো
এসেছিলাম এই পৃথিবীতে
তবে আমি ছিলাম খুব ক্লান্ত
এবং পথ ছিল বড় কণ্টকময়
কিন্তু তা অপসারণেও ছিল প্রতিবন্ধকতা।

আমার মনে প্রশ্ন জেগেছিল
কেন এই জীবন?
কেন আমার এই পৃথিবীতে আসা?

আমি অনেক কে দেখেছি
যারা জীবনে শুধুই অর্থ
উপার্জনে ব্যস্ত ছিল।

অনেক কে দেখেছি
তারা যে এসেছিল
তার চিহ্ন রেখে যেতে ব্যস্ত ছিল।

অনেক কে দেখেছি
তারা এই জন্য এসেছিল যে
পৃথিবীর মানুষ যেন শান্তিতে থাকতে পারে।

আর আমি আমার জীবনে অনেক খুঁজেছি
কেন আমি এসেছিলাম এই পৃথিবীতে
অথচ আমি তা খুঁজে পাইনি
কারণ আমি ছিলাম ক্লান্ত।

আমি দেখেছি ধর্ম গ্রন্থ গুলোর
বাণীতে বলা আছে
এই কালের পরে আছে আর এক কাল
তার নাম পরকাল।
এই জনমের পর আরও জনম
তার নাম পুনর্জন্ম।

আমি দেখেছি পৃথিবীর মানুষ বড় বিচিত্র
অনেকে আমাকে বুঝতে চায় নি
অথবা আমি অনেককে বুঝতে পারি নি।

আমি দেখেছি পৃথিবীতে ঘৃণা ব্যতীত
ভালবাসা মূল্যহীন
পাপ ব্যতীত পুণ্য অর্থহীন।

আমি দেখেছি মানুষের ভেতরে আরেক মানুষ
মনের ভেতরে আরেক মন
এবং মানুষ ভাবে এক
ভেতরের মানুষ করে আরেক
মন ভাবে এক
ভেতরের মন চায় আরেক।

আমার ইচ্ছে ছিল
পৃথিবীর শেষ দিন পর্যন্ত বেঁচে থাকবার
পৃথিবীতে কি কি ঘটে তা দেখবার
কারণ আমি পৃথিবীকে ভালবেসেছিলাম।
কিন্তু আমার শারীরিক অক্ষমতা
যদি আমাকে অন্যের জন্য বোঝা প্রমাণিত করে
তাই আমার সেই ইচ্ছে কে পরিত্যাগ করেছি।

আমি তোমাদের দৃষ্টিতে পৃথিবী ছেড়ে চলে যাব
কিন্তু আসলে আমি থেকে যাব
তোমরা হয়ত আমাকে দেখবে পৃথিবীর পথে প্রান্তরে
তখন তোমাদের মনে পড়বে
আমার মৃত্যুর কথা
এবং ভাববে তোমরা আমার মতো অন্য কাউকে দেখেছো
তাই আমাকে আর ডাকবে না
কিন্তু আমি এভাবেই থেকে যাব এই পৃথিবীতে।

০ Likes ১ Comments ০ Share ৩৯৫ Views

Comments (1)

  • - লুব্ধক রয়

    ধন্যবাদ আপনাকে।

    সচেতনতা কাম্য।