Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আমি কেউনা

ধরো-
আমি কেউনা।
আমি কেবল উন্মত্ত মরুঝড়ে অচেনা উৎস থেকে আচমকা পাওয়া পরিমাণমত অক্সিজেন।
ধরো-
আমি কেউনা।
আমি কেবল প্রচন্ড শীতের রাতে রহস্যাবৃত উষ্ণতা
তোমার শরীরে।
ধরো-
আমি কেউনা।
আমি কেবল পরীক্ষার আগের রাতে তোমার অসুস্থতার
সময়ে একটা দমকা হাওয়া।
নিমিষেই সুস্থ তুমি।
ধরো-
আমি কেউনা।
আমি কেবল দুঃসময়ে অজানা উৎস থেকে নির্গত এক চিলতে আলো।
তুমি মুহূর্তেই পথ খুঁজে পাও।
ধরো-
আমি কেউনা।
আমি কেবল তোমার তোমার ভয়ানক মাথাব্যথায়
এক কাপ চা।
ফুরফুরে তুমি অবিশ্বাস্যভাবে।
ধরো-
আমি কেউনা।
আমি কেবল তোমার বিষন্ন বিকেলে দখিনের দিগন্তে
হঠাৎ করে উড়ে যাওয়া একঝাঁক গাংচিল।
তুমি কেমন যেনো ভালোলাগায় শিহরিত হও।
ধরো-
আমি কেউনা।
আমি কেবল তোমার জ্বরের ঘোরে একটা জলপট্টি।
মোলায়েম ছোঁয়ায় তুমি একটু স্বস্তি পাও।
ধরো-
আমি কেউনা।
আমি কেবল একটা বিষাদের কাব্যগ্রন্থ।
তুমি দুঃখবিলাশ করে নির্ঘুম রাতে আবৃত্তি করো প্রায়ই।
ধরো-
আমি কেউনা।
আমি কেবল একটা নিষিদ্ধ গল্প,রাতভর পড়ে সকালে উঠে ভুলে যাও যাকে।
ধরো-
আমি কেউনা।
আমি কেবল তোমার একেকটা দীর্ঘশ্বাস।
একজন্মের ভুলের ইতিহাস।
ধরো-
আমি কেউনা।
আমি কেবল তোমার সবথেকে কষ্টের রাত।
আমি কেবল তোমার লুকানো ইতিহাস।
১ Likes ০ Comments ০ Share ১৪২ Views