Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আমি কাতার থেকে বলছি :: কাতারের জাতীয় দিবস

কাতারের পতাকা ধরে আছে এই কাতারী শিশুটি

কাতারের জাতিয় দিবসে তোলা কিছু ছবি আজ পোষ্ট করবো।কাতারে বহু জাতির বসবাস।সমগ্র জনগোষ্ঠীর মধ্যে ভারতীয়রা সংখ্যাগরিষ্ঠ। দ্বিতীয় স্থানে কাতার। তারপর অন্যন্য দেশের অধিবাসী। জাতিয় দিবসে সব দেশীরাই অংশগ্রহন করেছে। কাতারের জাতিয় পতাকার রঙে রঙে নিজেকে সজ্জিত করেছে। এর মধ্যে বেশী দেখা গেছে পোশাক এবং মাথার চুলের রঙ। এর পরেও কারো স্কার্ফ, কারো টি শার্ট-এ অক্ষর দিয়ে কাতার লেখা। এই সাজে ছোট-বড়, পুরুষ-নারী সবাই অংশগ্রহন করেছে। আমি খুব উপভোগ করেছি এগুলো। আর খুব ভাল লেগেছে এটা, ছবি তুলতে চাইলে সবাই খুব সুন্দর পোজ দিয়েছে।

 

কাতারী শিশুটির পোশাক এবং চুল পতাকার রঙে রাঙায়িত

 

ভীনদেশীরাও কাতারের পতাকার রঙে সজ্জিত

 

এভাবে কাতারী অনেক শিশুই পরিধান করেছে পতাকার রঙের পোষাক

 

পতাকা হাতে কাতারের দুই তরুন

 

পতাকার রঙের স্কার্ফ পরিহিতা আরেকজন কাতারী শিশু

 

বিদেশী শিশুরাও পিছিয়ে নেই

হাতে যেমন পতাকা বহন করছে এই কাতারী শিশুটি তেমনি মুখমন্ডলেও কাতারের পতাকা আঁকা

 

বিদেশিরাও এই আনন্দে শরিক

 

রাতে মোটর শোভাযাত্রায় অনেক পতাকাবাহী গড়ীর একটি

 

গাড়ীর কাঁচটি পতাকায় সাজিয়ে নিজে মুখোশে সজ্জিত

 

এমন বিভিন্ন সাজে সেজে কাতারীরা উৎযাপন করলো তাদের জাতিয় দিবস

 

ভীনদেশীরাও তাদের পোশাকে ধারন করেছে কাতার লেখা অক্ষরগুলোকে ও মাথার চুলে পতাকার রঙ

*****************************************

 

১ Likes ১৯ Comments ০ Share ৭৯০ Views

Comments (19)

  • - রোদেলা

    অফ্‌ সেইরাম।

    • - একজন আরমান

      হে হে

       

      ধন্যবাদ আপু। :) 

    - মামুন ম. আজিজ

    দারুন চুমু হবে সেটা , ঠিক কবিতা মত

    • - একজন আরমান

      হয়তো ! 

       

      ধন্যবাদ আপনাকে। 

    - মো: সারোয়ার হোসেন ভুঁইয়া

    এন্টিসেপটিক চুমুতে কাম হইব না।

    তাড়াতাড়ি পুড়ে যাবার ক্রিম লাগান।

    ভাল থাকবেন।

    • - একজন আরমান

      পুড়ে গেলে তো সমস্যা !

      ধন্যবাদ আপনাকে :) 

    Load more comments...