Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নিঃশ্চুপ অর্ণব

১০ বছর আগে

আমার বন্ধু নয়না


প্রতি সকালে আবেগের আহত এবং
মৃত লাশ বুকে নিয়ে ঘুম ভেঙে জাগি।
প্রতি দুপুরে বাতাস পোড়া রোদে ব্যস্ততা নিঃসৃত ঘাম
পাথুরে ধূলোয় পদচিহ্নে বাটি।
যখনি অনাশ্রিত আমার অনুভূতি গুলো
কঠোর শূন্যতায় কোমলতা খোঁজে,
তখনি বন্ধু তুমি নয়না, নয়নের আড়ালে বসে ছোঁয়া দাও ।
আমি চমকে উঠি না
শুধু ফুসফুসে জমাট প্রতিক্ষাগুলো
বিগলিত নিঃশ্বাসে হয় অবসান।

আমার যখন তখন আবদারে
হাসিময় গান তুমি তরঙ্গে ভাসিয়ে দাও,
জানালার ওপাশে নীল-শীতল দৃশ্যগুলো ডানা মেলে ওড়ে।
যান্ত্রিক বাহনগুলো রূপ নেয় সবুজ বিশ্রামাগার;
যেখানে আট বেলা বিসর্জন দিতে হয়--
আমার আটশ অলসতা।
আমি বিষণ্ন হলেই
তুমি লক্ষী মেঘের মতো আমাকে ছাঁয়া দাও।
সান্তনা দাও কোন একদিন বৃষ্টি হবে।

পথের পরিত্যক্ত মন্দিরে ফুটে ওঠে দোলনচাঁপা,
দুটি চড়ুই পাখির নরম নখে দুলে ওঠে বাতাস,
পেয়াজ ফুলের পাপড়িতে মধু আসে,
সকাল পেরিয়ে প্রতিদিন দুপুর হয়,
আমার ভাবনা প্রহরে নয়না
তুমি আসো;
বন্ধু হয়ে ।

০ Likes ২ Comments ০ Share ৪৪৯ Views

Comments (2)

  • - আলমগীর সরকার লিটন

    দাদা

    বা সুন্দর লাগল -----

    • - বালুচর

      ধন্যবাদ জানাই ।