Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আবিদ রহমান

৯ বছর আগে

আমাদের দেশের টিভি চ্যানেল কেন কোলকাতায় দেখা যায় না ?

আমাদের দেশের টিভি চ্যানেল কেন কোলকাতায় দেখা যায় না/কেন দেখায় না? - এই প্রশ্নটি আমরা সবাই করে থাকি। এমনকি আমাদের দেশের সংবাদমাধ্যম গুলোও মাঝে মাঝে এই প্রশ্ন করে এবং অনেক সময় আমরা দাবি করি কোলকাতার বাংলা টিভি চ্যানেলগুলোও বাংলাদেশ এ নিষিদ্ধ করা হোক।       আমরা বাংলাদেশে যেসব বিদেশী টিভি চ্যানেল দেখি (ভারতীয় বাদে), যেমনঃCNN, BBC, Discovery, ESPN কখনো কি ভেবে দেখেছেন কেন সব চ্যানেলগুলোর অনুষ্টান মালার সময়সূচী ভারতীয় সময়ে দেখানো হয় এবং কেন সবগুলো চ্যানেলেই ভারতীয় বিজ্ঞাপন দেখানো হয় ?       কারন ভারতে বিদেশী টিভি চ্যানেল দেখাতে হলে কিছু নিয়ম নীতি পালন করতে হয়। যে সব চ্যানেল ভারতের বাইরে থেকে আপলিংক (সম্প্রচার) করা হয়, সেগুলো ভারতে বৈধ ভাবে ডাউনলিংক (দেখাতে) করতে হলে ভারতের তথ্য মন্ত্রনালয় থেকে কিছু নিয়ম মেনে অনুমতি নিতে হয়। সেগুলো হল;       ১। প্রতিটি টিভি চ্যানেল এর মালিকানাধীন কোম্পানী কে প্রথমে 'ভারতীয় কোম্পানী আইন, ১৯৫৬' অনুযায়ী রেজিষ্ট্রেশন এর জন্য আবেদন করতে হবে। এই রেজিষ্ট্রেশন ৫ বছর এর জন্য দেয়া হয়। ৫ বছর পরে মেয়াদ বাড়ানো হয়। রেজিষ্ট্রেশন ফি ৫ লক্ষ্য টাকা এবং প্রতি বছর বাৎসরিক ফি বাবদ ১ লক্ষ্য টাকা প্রদান করতে হবে।   ২। আবেদনকারী কোম্পানীর ভারতে একটি বানিজ্যিক অফিস থাকতে হবে।   ৩। আবেদনকারী কোম্পানীর আবশ্যই ১.৫ কোটি টাকার মুলধন থাকতে হবে। আবেদনকারী কোম্পানীর যদি এক এর অধীক চ্যানেল থাকে তাহলে প্রতিটি অতিরিক্ত চ্যানেলের জন্য ১ কোটি টাকার মুলধন থাকতে হবে।   ৪। সেই সব টিভি চ্যানেলে অবশ্যই ভারতীয় পন্যের বিজ্ঞাপন দেখাতে হবে। বিদেশী অননুমদিত কোন পন্যের বিজ্ঞাপন দেখানো যাবে না।       এছাড়াও আরো কিছু নিয়মনীতি আছে কিন্তু এই চারটি নিয়ম অবশ্যই পালন করতে হবে। তাহলেই যেকোন বিদেশী চ্যানেল ভারতে সম্প্রচারের অনুমতি দেয়া হয়।এটাই কি স্বাভাবিক নয় ?       এখন কথা হচ্ছে আমাদের দেশ এর কয়টা টিভি চ্যানেল এই ব্যাপারটা জানে বা কয়টা টিভি চ্যানেল ভারতে কোম্পানী হিসেবে রেজিষ্ট্রেশন এর জন্য আবেদন করেছে ? আমাদের দেশ এ সঠিক ক্যাবল টিভি আইন নেই তাই আমাদের দেশের ক্যাবল টিভি অপারেটররা নিজেদের ইচ্ছে মত বিদেশী চ্যানেল দেখাতে পারে। কিন্তু সব দেশ তো আর আমাদের দেশ এর মত না।        আমরা আশা করব আমাদের দেশ এর টিভি চ্যানেলগুলো এই ব্যাপারে যথাযথ নিয়ম পালন করে ভারতে যেন আমাদের টিভি চ্যানেলগুলো দেখা যায় সে ব্যবস্থা নিবেন। একদিকে তারা যেমন ভারতীয় বিজ্ঞাপন প্রচার করে বানিজ্যিকভাবে লাভবান হবেন সঙ্গে সঙ্গে আমাদের দেশ এর বাংলা অনুষ্টান কোলকাতাসহ পশ্চিমবঙ্গের সবাই দেখতে পাবে।        সঙ্গে সঙ্গে বাংলাদেশ সরকারের ও উচিত বিদেশী চ্যানেল, বিশেষ করে ভারতীয় মালিকানাধীন হিন্দি (Sony, Zeetv, Star Plus, ইত্যাদি) ও বাংলা (জি বাংলা, আকাশ বাংলা, ইটিভি বাংলা, ষ্টার জলসা, ইত্যাদি) চ্যানেল গুলোর জন্য এই নিয়ম করা। কারন এইসব চ্যানেলগুলোর বিশাল একটা বাজার (দর্শক) বাংলাদেশে রয়েছে। এই চ্যানেলগুলো বাংলাদেশের এই বড় বাজার ধরে রাখার জন্য বাধ্য হবে বাংলাদেশ এ বৈধ ভাবে রেজিষ্ট্রেশন করতে। বাৎসরিক ফি হিসেবে বাংলাদেশ কিছু রাজস্ব ও আয় করল। লাভবান হব আমরা দুই দিকেই।
০ Likes ০ Comments ০ Share ৬৪৭ Views