Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নীল সাধু

১০ বছর আগে

আমরা প্রতিনিয়ত স্বপ্নে বেঁচে থাকি!

 

মানুষের জীবন বিচিত্র। এর সহজ কারণগুলোর মধ্যে একটা হচ্ছে মানুষের মনের ছাপ পড়ে তার জীবনচরিতে। তাই বিচিত্রতা। তবে ছোট এই জীবনের এই বিচিত্রতাটুকু আমাদের সবারই খুব প্রয়োজন। নাহলে হয়তো হতাশার বালুচরে আটকে যেতো আমাদের জীবন ভেলাখানি।

আমরা প্রতিনিয়ত স্বপ্নে বেঁচে থাকি। স্বপ্নে বাড়ে আমাদের ভাবনার পরিধি। জীবনের বাঁকে বাঁকে তাই দেখা মেলে ছোট বড় প্রাপ্তির। আমরা আপ্লুত হই। কৃতজ্ঞতা বাড়ে জীবনের প্রতি।

মানুষের চাহিদার শেষ নেই। সে ক্রমাগত ছুটছে তার চাহিদা পূরণে। কিন্তু আমি অনুরোধ করি তাদেরকে মাঝে মাঝে থামার। থেমে তার প্রাপ্তির ঘরে উঁকি দেবার জন্য। আমি নিশ্চিত সে তার প্রাপ্তিতে খুশী হবে। হোক সে প্রাপ্তি ক্ষুদ্র। এটাই বা কম কিসে?




আসুন আমরা সৃজনশীল হই। নিজের স্বকীয়তার প্রমাণ রাখি আমার দেয়া সকল পোষ্ট এবং মন্তব্যে - পরিপূর্ণ একজন ব্লগার হিসেবে সহ ব্লগারের কাছে নিজেকে তুলে ধরি।
সম্মান শ্রদ্ধা ভালোবাসায় লালন করি বাংলা ব্লগিং এর ক্ষেত্রটিকে -

ধন্যবাদ অনেক। শুভকামনা রইলো।
ভালো থাকুন সবাই।

২ Likes ১ Comments ০ Share ৪২৬ Views