Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নীল সাধু

১০ বছর আগে

আবুল হাসানের মতো কবি যায়ও না, আসেও না; তারা রয়ে যায়!

অতো বড় চোখ নিয়ে, অতো বড় খোঁপা নিয়ে
অতো বড় দীর্ঘশ্বাস বুকের নিশ্বাস নিয়ে
যতো তুমি মেলে দাও কোমরের কোমল সারশ
যতো তুমি খুলে দাও ঘরের পাহারা
যতো আনো ও-আঙ্গুলে অবৈধ ইশারা
যতো না জাগাও তুমি ফুলের সুরভী
আঁচলে আগলা করো কোমলতা, অন্ধকার
মাটি থেকে মৌনতার ময়ূর নাচাও কোন
আমি ফিরব না আর, আমি কোনদিন
কারো প্রেমিক হবো না; প্রেমিকের প্রতিদ্বন্দ্বী চাই আজ
আমি সব প্রেমিকের প্রতিদ্বন্দ্বী হবো।

- কবি আবুল হাসান এর কবিতা। শিরোনাম 'প্রেমিকের প্রতিদ্বন্দ্বী'!

- আজ ২৬শে নভেম্বর প্রতিভাবান এই কবির মৃত্যুবার্ষিকী। মাত্র ২৮ বছর বয়সে যিনি চলে গিয়েছিলেন আমাদের ছেড়ে!

- ১৯৭২ সালে প্রকাশিত কবির ১ম কাব্যগ্রন্থ 'রাজা যায় রাজা আসে' বই এর নামকরণের মতই বলতে ইচ্ছে করে কত কবি আসে কত কবি আবার চলেও যায় তবু একজন আবুল হাসান আর আসেন না। এই অপূর্ণতা আমাকে কষ্ট দেয়।

- আমি অনুভব করি আবুল হাসানের মতো কবি যায়ও না, আসেও না; তারা রয়ে যায়।
মানুষের হৃদয়ের কাছে খুব গভীর কষ্টের মতোই আবুল হাসান রয়ে যায়!

- কবির জন্য শ্রদ্ধাঞ্জলি!

   
অপরূপ বাগান 

চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবো

আমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি।
জল নেমে গেলে ডাঙ্গা ধরে রাখে খড়কুটো, শালুকের ফুল :
নদীর প্রবাহ পলি, হয়তো জন্মের বীজ, অলঙ্কার- অনড় শামুক !

তুমি নেমে গেলে এই বক্ষতলে সমস্ত কি সত্যিই ফুরোবে ?
মুখের ভিতরে এই মলিন দাঁতের পংক্তি- তা হলে এ চোখ
মাথার খুলির নীচে নরম নির্জন এক অবিনাশী ফুল :
আমার আঙ্গুলগুলি, আমার আকাঙ্ক্ষাগুলি, অভিলাষগুলি ?

জানি কিছু চিরকাল ভাস্বর উজ্জ্বল থাকে, চির অমলিন !
তুমি চলে গেলে তবু থাকবে আমার তুমি, চিরায়ত তুমি !

অনুপস্থিতি হবে আমার একলা ঘর, আমার বসতি !

ফিরে যাবো সংগোপনে, জানবে না, চিনবে না কেউ;
উঠানে জন্মাবো কিছু হাহাকার, অনিদ্রার গান-

আর লোকে দেখে ভাববে- বিরহবাগান ঐ উঠানে তো বেশ মানিয়েছে !
 
প্রশ্ন

চোখ ভরে যে দেখতে চাও
রঞ্জন রশ্মিটা চেনো তো?
বুক ভরে যে শ্বাস নিতে চাও
জানো তো অক্সিজেনের পরিমাণটা কত?
এত যে কাছে আসতে চাও
কতটুকু সংযম আছে তোমার?
এত যে ভালোবাসতে চাও
তার কতটুকু উত্তাপ সইতে পারবে তুমি?



আকাঙ্খা 

তুমি কি আমার আকাশ হবে?
মেঘ হয়ে যাকে সাজাব
আমার মনের মত করে ।

তুমি কি আমার নদী হবে?
যার নিবিড় আলিঙ্গনে ধন্য হয়ে
তরী বেশে ভেসে যাব কোন অজানা গন্তব্যের পথে ।

তুমি কি আমার জোছনা হবে?
যার মায়াজালে বিভোর হয়ে
নিজেকে সঁপে দেব সকল বাস্তবতা ভুলে ।

তুমি কি আমার কবর হবে?
যেখানে শান্তির শীতল বাতাসে
বয়ে যাবে আমার চিরনিদ্রার অফুরন্ত প্রহর ।  

অপরিচিতি

যেখানেই যাই আমি সেখানেই রাত!

স্টেডিয়ামে খোলা আকাশের নিচে রেস্তোরাঁয়
অসীমা যেখানে তার অত নীল চোখের ভিতর
ধরেছে নিটোল দিন নিটোল দুপুর
সেখানে গেলেও তবু আমার কেবলই রাত
আমার কেবলই শুধু রাত হয়ে যায়!
০ Likes ২৪ Comments ০ Share ৪৬১ Views

Comments (24)

  • - মুহাম্মাদ আরিফুর রহমান

    আহারে ... দুঃখ দুঃখ !!!

    • - মরুভূমির জলদস্যু

      কিছুটাতো অবশ্যই

    - ইসমাইল হোসেন

    ওরে ভয়াবহ কাজকার রে।

    দারুন দারুন

    • - মরুভূমির জলদস্যু

      ধন্যবাদ

    - নীল সাধু

    ভালো লেগেছে পোষ্ট।

    আমি সবগুলো পড়েছি।

    ছবি কথার পাশাপাশি কমিকের মতন ডায়লগ ভালো লেগেছে অনেক।

    ধন্যবাদ অনেক।

    • - মরুভূমির জলদস্যু

      টেষ্টা করেছি একটু ভিন্ন রকম ভাবে উপস্থাপন করতে।

    Load more comments...